সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার মুম্বইয়ের শহরতলী জুহুর অনতিদূরেই দুর্ঘটনার কবলে পড়ে ঐশ্বর্য রাই বচ্চনের গাড়ি। যদিও সেই ‘বাহনে’ তখন বচ্চনবধূ ছিলেন কিনা, তা নিয়ে বিস্তর জল্পনা রয়েছে। তবে এবার খবর, যে লাল রঙের বাসটি অভিনেত্রীর গাড়িতে এসে পিছন থেকে সজোরে ধাক্কা মারে, সেটি আদতে মুম্বইয়ের সরকারি বাস। বৃহন্মুম্বই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট (BEST)-এর অন্তর্ভূক্ত। সেই ছবি-ভিডিও আপাতত নেটপাড়াজুড়ে চর্চার শিরোনামে। এমন আবহেই বলিউড মাধ্যম সূত্রে খবর, সেই সরকারি বাসের চালককে চড়-থাপ্পড় কষানোর জেরে নাকি পুলিশের খপ্পড়ে পড়তে হয়েছে অমিতাভ বচ্চনের নিরাপত্তারক্ষীকে।
বৃহন্মুম্বই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্টের তরফে সংবাদসংস্থা পিটিআই-কে জানানো হয়েছে, ওই বাসটি জুহুর ডিপো থেকে ছেড়েছিল। দুর্ঘটনার পর ঐশ্বর্য রাই বচ্চনের শ্বশুর অমিতাভের এক নিরাপত্তারক্ষী বাংলো থেকে বেরিয়ে আসেন এবং অযৌক্তিকভাবে বাসের চালককে চড় কষান। সেইসময়ে চালক বাস থেকে নেমে ঐশ্বর্যর গাড়িটি পরখ করে দেখছিলেন আদৌ কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। ঠিক তখনই নিকটবর্তী বাংলো থেকে একজন বাউন্সার বেরিয়ে এসে সজোরে থাপ্পড় কষান ওই চালককে। এরপরই চালক পুলিশের কন্ট্রোল রুমে খবর দেন। তৎক্ষণাৎ মুম্বই ট্রাফিক পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছয়। ‘বেস্ট’-এর ওই কর্মীর সংযোজন, পুলিশ পৌঁছতেই বাসের চালকের কাছে ক্ষমা চেয়ে নেন ওই নিরাপত্তারক্ষী। পুলিশের সামনেই দু’ পক্ষ বিষয়টা মিটিয়ে নেয়। পরে ওই বাসটি সান্তাক্রুজের উদ্দেশে রওনা হয়। ঘটনায় কারও বিরুদ্ধে কোনরকম অভিযোগ বা এফআইআর দায়ের হয়নি। পুলিশের তরফেও সিলমোহর বসানো হয়েছে এই খবরে।
অন্যদিকে, ঐশ্বর্যর ঘনিষ্ঠমহল মারফৎ খবর, অভিনেত্রী সম্পূর্ণ সুস্থ রয়েছেন। তাঁর কিছু হয়নি। মঙ্গলবার মুম্বইয়ের খ্যাতনামা ফটোশিকারি বারিন্দর চাওলার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পোস্ট থেকেই দুর্ঘটনাস্থলের ভিডিও প্রকাশ্যে আসে। সেখানেই দেখা যায়, মুম্বইয়ের ব্যস্ত রাস্তায় আচমকাই একটি লাল বাস এসে ঐশ্বর্য রাই বচ্চনের গাড়ির পিছনে ধাক্কা মারে। তৎক্ষণাৎ তাঁর দেহরক্ষীরা গাড়ি থেকে বেরিয়ে আসেন। গাড়ির পিছনের অংশে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটা দেখার পাশাপাশি বাসের চালকের সঙ্গেও কড়াভাবে কথা বলতে দেখা যায় তাঁদের। এর পরই ঐশ্বর্যর গাড়ি সেখান থেকে বেরিয়ে যায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.