Advertisement
Advertisement

Breaking News

Aishwarya Rai Bachchan

সুযোগ পেয়েই ঐশ্বর্যর কানে রেখার ‘মন্ত্র’! বচ্চন পরিবারের অশান্তি আরও বাড়বে?

সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও।

Aishwarya Rai Bachchan shares hearty chat with Rekha, arrives with Aaradhya at Ambani wedding
Published by: Akash Misra
  • Posted:July 13, 2024 10:07 am
  • Updated:July 13, 2024 10:07 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বচ্চন পরিবারে যে ঐশ্বর্যকে নিয়ে অশান্তি বেড়েই চলেছে, তা ফের নজরে পড়ল অনন্ত-রাধিকার বিয়েতে। যেখানে নাতি-নাতনি, ছেলে-মেয়েকে নিয়ে একফ্রেমে ধরা দিলেন অমিতাভ ও জয়া। সেখানেই বাদ বৌমা ঐশ্বর্য ও অভিষেককন্যা আরাধ্যা। বরং আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে ঐশ্বর্য এন্ট্রি নিলেন মেয়ের হাত ধরেই। পাপারাজ্জিদের ক্যামেরা হাসিখুশি পোজও দিলেন মা-মেয়ে। বচ্চন পরিবারের অন্দরে যে কিছু একটা ঘটেছে, তা কিন্তু স্পষ্ট হল আম্বানিদের অনুষ্ঠানের আলোর ঝলকানিতে।

তবে নিন্দুকদের নজরে পড়ল অন্য একটি ঘটনা। যা দেখে রীতিমতো শোরগোল শুরু। ব্যাপারটা একটু বিশদে বলা যাক।

Advertisement

[আরও পড়ুন: ইউরোপে ভয়াবহ ডাকাতির খপ্পরে দিব্যাঙ্কা, টাকা-পাসপোর্ট সর্বস্ব খুইয়ে বিদেশে আটকে অভিনেত্রী]

সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রেখা ও ঐশ্বর্য একটি ভিডিও। যা নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন শুরু। এই ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ঐশ্বর্যর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন রেখা। এতটা পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু হঠাৎই ঐশ্বর্যর কানে রেখার ফিসফাস নিয়েই বিতর্ক ছড়াল। নিন্দুকরা বলছেন, বচ্চন পরিবারকে নিয়েই হয়তো কথা বলেছেন রেখা ও ঐশ্বর্য। অনেকের ধারণা, এই ভিডিও দেখে হয়তো বচ্চন পরিবারের অশান্তি আরও বাড়বে। গুঞ্জনপাড়া বলছে, প্রাক্তন প্রেমিকের বউমাকে হয়তো কানে ‘কু-মন্তর’ দিয়েছেন রেখা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

গোটা বলিউড তো বটেই এমনকী পশ্চিমী বিনোদুনিয়ার গ্ল্যামারের ছটায় আলোকিত হল বিয়ের আসর। ছাদনাতলায় যাওয়ার আগে ঠাকুরদা ধীরুভাই আম্বানির থেকে আশীর্বাদ নেন অনন্ত। রীতি-রেওয়াজ মেনে মা নীতা আম্বানি ছেলের ‘শেহেরাবন্দি’ অনুষ্ঠান পালন করলেন। দাদা-বউদি আকাশ-শ্লোক এবং বোন-জামাই ইশা-আনন্দ সকলেই অনন্ত-রাধিকার বিয়েতে আগত অতিথিদের আপ্যায়ণে কড়া নজর রেখেছিলেন।

বারাণসীকে উৎসর্গ করে অনন্ত-রাধিকার বিয়ের থিম ছিল ‘অ্যান অড টু বারাণসী’। বিয়ের থিমের সঙ্গে মিলিয়ে গোলাপি পোশাকে সেজেছে আম্বানি পরিবার। অতিথি আপ্যায়ণেও বিশেষ মেন্যু। মা নীতা আম্বানির প্রিয় বারাণসী স্ট্রিট ফুড প্রাধান্য পেয়েছে এলাহি নৈশভোজের তালিকায়। বারাণসী স্পেশাল চাট, মিষ্টি, লস্যি, চা, খারি, পান এবং মুখসুদ্ধির মতো রকমারি পদ ছিল। ছেলের বরযাত্রীতে সোনার মঙ্গল প্রদীপ হাতে দেখা গিয়েছে নীতা আম্বানিকে। গত দেড় বছর ধরে অনন্ত-রাধিকার স্বপ্নের বিয়ের প্রস্তুতি চলছে। কখনও দেশে কখনও বিদেশে তারকাখচিত পার্টির ঝলক দেখে নেটপাড়া মজেছে। এবার জীবনের নতুন ইনিংস শুরু করলেন অনন্ত-রাধিকা।

[আরও পড়ুন: ইউরোপে ভয়াবহ ডাকাতির খপ্পরে দিব্যাঙ্কা, টাকা-পাসপোর্ট সর্বস্ব খুইয়ে বিদেশে আটকে অভিনেত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement