Advertisement
Advertisement

Breaking News

Aishwarya Rai Bachchan

দেশ ছেড়েছেন ঐশ্বর্য! অভিষেক-আরাধ্যাকে ছেড়ে কোথায় রয়েছেন বচ্চন বধূ?

তাহলে কি একেবারেই স্বামীগৃহ ত্যাগ করলেন ঐশ্বর্য?

Aishwarya Rai Bachchan in New york for shooting
Published by: Akash Misra
  • Posted:July 31, 2024 10:06 am
  • Updated:July 31, 2024 10:07 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঐশ্বর্য-অভিষেকের দাম্পত্য কলহ নিয়ে বচ্চন পরিবার চুপটি করে বসে থাকলেও, এদিক-ওদিক থেকে নানা খবর রটছে। বলিপাড়ার সূত্র বলছে, বচ্চন পরিবারে নাকি অশান্তি চরমে। অভিষেক ও ঐশ্বর্যর মধ্য়ে নাকি প্রায় মুখ দেখা বন্ধ। তবে মধ্যিখানে পড়েছে ছোট্ট আরাধ্য়া। শোনা যাচ্ছে, আরাধ্য়া কার কাছে থাকবে, তা নিয়েই এখন নানা বিতর্ক।

সূত্র বলছে, ঠিক এরই মাঝে মুম্বই ছেড়ে একা একাই মার্কিন মুলুকে পাড়ি দিলেন জুনিয়ার বচ্চন ঘরনি। আরাধ্যা রইলেন অভিষেকের কাছে। তাহলে কি একেবারেই স্বামীগৃহ ত্যাগ করলেন ঐশ্বর্য?

Advertisement

শোনা যাচ্ছে, এক বিজ্ঞাপনের শুটিংয়েই নিউ ইয়র্কে রয়েছেন ঐশ্বর্য। বেশ কয়েকদিন সেখানেই থাকবেন। এমনকী, জানা গিয়েছে, কাজ শেষে নাকি একা একাই নিউ ইয়র্কের এদিক-ওদিক ঘুরে বেড়াচ্ছেন তিনি।

বচ্চন পরিবারে ফাটল ধরার খবর নতুন নয়! মাসখানেক ধরেই অভিষেক-ঐশ্বর্যর বিবাহ বিচ্ছেদের জল্পনা তুঙ্গে। শোনা যায়, ননদ শ্বেতা ও শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে কোন্দলের জন্যই নাকি ঐশ্বর্য রাই বচ্চন বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। বলিপাড়ার অন্দরে মাসখানেক ধরেই এমন গুঞ্জন। সম্পত্তির জেরেই নাকি এহেন বিবাদ! জুনিয়র দম্পতিও একাধিক অনুষ্ঠানে আলাদা উপস্থিতিতে সেই গুঞ্জনের পালে হাওয়া দিয়েছেন। সম্প্রতি অভিষেক বচ্চনের এক প্রতিক্রিয়া নিয়ে ডিভোর্সের জল্পনা আরও বাড়িয়েছে। একাংশের ধারণা, দাম্পত্য ভাঙার পোস্টে লাইক ঠুকে জুনিয়র বচ্চন (Abhishek Bachchan) সম্ভবত সিলমোহরই বসিয়েছেন বিবাহ বিচ্ছেদের খবরে। এসবের মাঝেই ঘুরে ফিরে আবারও নেটপাড়া অতীত খুঁড়ে ঐশ্বর্যর ফিল্মি কেরিয়ার নিয়ে প্রশ্ন ছুঁড়েছেন। আদৌ অভিনেত্রীর স্বল্প সংখ্যক ছবির নেপথ্যে জুনিয়র বচ্চন?

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jerée Reyna (@jereereyna)

[আরও পড়ুন: গোলান হামলার বদলা, ইজরায়েলের পালটা মারে খতম হেজবুল্লা কমান্ডর ফুয়াদ শুক্র]

‘পোন্নিয়িন সেলভান ২’ সিনেমা দেখার পর অভিষেক বচ্চন এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন। তিনি লিখেছিলেন, “দারুণ ছবি। বলার ভাষা খুঁজে পাচ্ছি না। খুব ভালো লাগছে। ছবির কলাকুশলীদের অসংখ্য অভিনন্দন। আমার অর্ধাঙ্গিনীর জন্যও ভীষণ গর্ববোধ হচ্ছে। এখনও পর্যন্ত এটাই ওঁর সেরা ছবি।” তাঁর এই পোসটের নিচেই জনৈক নেটিজেন মন্তব্য করেছিলেন যে, ঐশ্বর্যকে আরও বেশি করে সিনেমা করতে দিন। নজর এড়ায়নি জুনিয়র বচ্চনের। পালটা তিনি জবাব দেন, আমি ঐশ্বর্যকে ছবিতে কাজ করতে দেওয়ার কে? কোনও কিছুর জন্যই ওঁর আমার কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।’ অভিনেতার সেই উত্তর মন জিতে নিয়েছিল নেটপাড়ার। অতঃপর এবার যখন আবারও অভিষেক-ঐশ্বর্যর দাম্পত্য অশান্তির গুঞ্জনে ভরে উঠেছে সোশাল পাড়া, তখন ঐশ্বর্যর অনুরাগীদের ছেটানো কাদা মুছতে ব্যস্ত অভিষেক অনুরাগীরা। তাঁরা আবারও মনে করিয়ে দিয়েছেন যে, আদতে সম্পর্ক ওঁদের মধ্যে যাই হোক না কেন, বচ্চনবধূর ছবির অন্যতম গুণমুগ্ধ জুনিয়র বচ্চন। তাঁর কেরিয়ারে মোটেই অন্তরায় হয়ে দাঁড়াননি অভিষেক।

[আরও পড়ুন: রোজ লেট! যাত্রী বিক্ষোভে ব্যাহত শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement