Advertisement
Advertisement

একসঙ্গে অভিনয় থেকে সরে গেলেন অভিষেক-ঐশ্বর্য!

কেন এমন সিদ্ধান্ত নিলেন বচ্চন দম্পতি?

Aishwarya & Abhishek walk out of 'Gulab Jamun'
Published by: Sayani Sen
  • Posted:January 8, 2019 8:06 pm
  • Updated:January 8, 2019 8:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসঙ্গে অভিনয় থেকে সরে গেলেন অভিষেক ও ঐশ্বর্য৷ আপাতত আর দুটিতে জুটিতে দর্শকদের কাছে ধরা দেবেন না তাঁরা৷ শোনা যাচ্ছে, অনুরাগ কাশ্যপের ‘গুলাব জামুন’ থেকে সরে গেলেন ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চন। তবে কী কারণে বচ্চন দম্পতি একই ছবিতে অভিনয় করছেন না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

[আবারও রিল লাইফে জুটি বাঁধতে চলেছেন দীপবীর?]

‘মনমর্জিয়া’-র শুটিংয়ের সময় থেকেই শোনা গিয়েছিল অনুরাগ কাশ্যপের পরের প্রজেক্টে অভিষেকের সঙ্গে দেখা যাবে রাই সুন্দরীকে। যা নিয়ে বি-টাউনে জোর জল্পনা শুরু হয়ে যায়। মণিরত্নমের ‘রাবন’-এ শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল দু’জনকে। প্রায় ৮ বছর পর আবারও তাঁদের স্ক্রিন শেয়ার করার সম্ভাবনার খবরে খুশি হন অনুরাগীরা৷ শোনা গিয়েছিল, ২০১৯ সালের জানুয়ারিতেই নাকি ‘গুলাব জামুন’-এর শুটিং শুরু করবেন অভিষেক, ঐশ্বর্য। কিন্তু, নতুন বছর শুরুতেই সেই আশায় জল ঢেলে দিলেন খোদ বচ্চন দম্পতি। খবর পাওয়া যায়, অভিষেক-ঐশ্বর্য কেউই অনুরাগ কাশ্যপের এই প্রজেক্টে থাকছেন না। কারও কারও বক্তব্য, শেষবার অনুরাগ কাশ্যপের ‘মনমর্জিয়া’-তে কাজ করেছিলেন অভিষেক বচ্চন। যেখানে তাপসী পান্নুর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি। এই ছবি বক্স অফিসে সেভাবে সফল নয়। তাই হয় তো অনুরাগের সঙ্গে আর কোনও কাজ করতে চাননা অভিষেক-ঐশ্বর্য৷ গুঞ্জন হলেও, এ বিষয়ে একটি শব্দও খরচ করেননি বচ্চন দম্পতি৷ 

Advertisement

[ক্যানসারে আক্রান্ত রাকেশ রোশন, সোশ্যাল মিডিয়ায় দুঃসংবাদ দিলেন হৃতিক]

বি-টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে, অনুরাগ কাশ্যপের ‘গুলাব জামুন’-এর জন্য নাকি সঞ্জয় লীলা বনশালিকে ‘না’ করে দিয়েছেন ঐশ্বর্য। দীর্ঘ ৮ বছর পর অভিষেক বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বলেই নাকি এত বড় সিদ্ধান্ত নিয়েছিলেন রাই সুন্দরী৷ যদিও, সঞ্জয় লীলা বনশালি কিন্তু ওই গুঞ্জনকে একেবারে উড়িয়ে দিয়েছেন। তাঁর আগামী কোন ছবির জন্য ঐশ্বর্যকে প্রস্তাব দেওয়া হয়নি বলেও স্পষ্ট পরিচালকের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। তারপরেও কেন আচমকা ‘গুলাব জামুন’ থেকে সরে গেলেন অভিষেক-ঐশ্বর্য, মাথাচাড়া দিচ্ছে সেই প্রশ্ন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement