Advertisement
Advertisement
Aishwarya Abhishek

নিন্দুকদের মুখে ঝামা! ডিভোর্সের চর্চার মাঝেই আরাধ্যার স্কুলে স্বামী-শ্বশুরকে নিয়ে তুমুল নাচ ঐশ্বর্যর

ভাইরাল অভিষেক-অমিতাভের সঙ্গে 'বচ্চন বউমা'র নাচের ভিডিও।

Aishwarya, Abhishek dance with Big B at Aaradhya's annual day event
Published by: Sandipta Bhanja
  • Posted:December 16, 2023 3:25 pm
  • Updated:December 16, 2023 3:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিত্যদিন সংবাদের শিরোনামে বচ্চন পরিবারের অশান্তি! অভিষেক-ঐশ্বর্যর (Aishwarya Abhishek) সম্পর্কে চিঁড় ধরার জেরেই নাকি বউমার সঙ্গে প্রায় মুখ দেখাদেখি বন্ধ বচ্চনদের! এমনকী ‘জলসা’ ছেড়ে ঐশ্বর্য রাইয়ের বেরিয়ে যাওয়ার খবরও চাইর হয়েছে। বাস্তবে আদৌ কি তাই?

কোথায় কী? শুক্রবার রাতে মেয়ে আরাধ্যার (Aaradhya Bachchan) স্কুলে দেখা গেল বিরল দৃশ্য! মাসখানেক বাদে একসঙ্গে অভিষেক-ঐশ্বর্য। হাজির ছিলেন বচ্চন পরিবারের কর্তা বিগ বিও (Amitabh Bachchan)। স্বামী-শ্বশুরকে নিয়ে একসঙ্গে চুটিয়ে নাচলেন ঐশ্বর্য। আর সেই ভিডিওই এখন নেটপাড়ার আতসকাচে। ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রী আরাধ্যা বচ্চন। ওই একই স্কুলে বিটাউনের প্রথম সারির তারকাদের সন্তানরাও পড়ে। সেই তালিকায় যেমন শাহরুখপুত্র আব্রাম রয়েছে, তেমনই সইফ-করিনার বড় ছেলে তৈমুর। এদিন ছিল ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক অনুষ্ঠান। সেখানেই নাটক মঞ্চস্থ করে তাক লাগিয়ে দেয় আরাধ্যা। নেটপাড়ায় সেই মুহূর্ত ছড়িয়ে পড়তেই বিগ বির নাতনির প্রশংসায় পঞ্চমুখ একাংশ। কেউ কেউ আবার ‘বিশ্বসুন্দরী’ মায়ের সঙ্গেও আরাধ্যার তুলনা টানলেন।

Advertisement

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Varinder Chawla (@varindertchawla)

[আরও পড়ুন: রামমন্দির উদ্বোধনের আমন্ত্রণই পাননি রামায়ণ-এর ‘লক্ষ্মণ’! ক্ষোভ উগড়ে দিলেন ‘ব্রাত্য’ সুনীল]

আর বিবাহ বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই সেই অনুষ্ঠানে অভিষেক-ঐশ্বর্যকে দেখা গেল কাছাকাছি। বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক অনুষ্ঠান থেকে। সেখানেই দেখা গেল ঐশ্বর্য কখনও অমিতাভ-অভিষেকের সঙ্গে নাচছেন তো কখনও বা আবার শাহরুখ খানের সঙ্গে গানের তালে পা মেলাচ্ছেন। শুধু তাই নয়, বেরনোর সময়ে ঐশ্বর্যর মাকে গাড়িতে তুলে দিতেও দেখা গেল অভিষককে। ভীড়ের মাঝে বউকেও আগলে রাখলেন জুনিয়র বচ্চন। আর ভিডিওর সেসব মুহূর্তই এবার প্রশ্ন তুলেছে, তাহলে কি পুরোটাই রটনা? বচ্চনরা যে নিজেদের সম্পর্ক ‘বহাল তবিয়তে’ রেখেছেন, তা এদিনের অনুষ্ঠানে একে-অপরের সঙ্গে হাসিখুশি মেজাজে ধরা দিয়েই পরিষ্কার করে দিলেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pinkvilla (@pinkvilla)

[আরও পড়ুন: বলিউডে ব্রাত্য বিবেক ওবেরয়! সিদ্ধার্থ মালহোত্রার ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এর টিজারে ঝাঁজালো কামব্যাক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement