Advertisement
Advertisement
Rituparna Sengupta

ঋতুপর্ণার কাছে ক্ষমা চাইল বিমান সংস্থা! ‘সবার হয়ে প্রতিবাদ করেছি!’ মন্তব্য অভিনেত্রীর

বিমান বিতর্কে আর কী বললেন ঋতুপর্ণা?

Airlines company issued an apology note for Actress Rituparna Sengupta | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:March 31, 2022 3:50 pm
  • Updated:April 1, 2022 11:29 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমানে উঠতে না পারার ঘটনা নিয়ে গত সোমবার থেকেই খবরের শিরোনামে টলিউডের অন্যতম অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। নেটপাড়াতেও ঋতুপর্ণাকে নিয়ে তুমুল চর্চা। তবে শেষমেশ ঘটনার তিনদিন পরে টুইট করে ঋতুপর্ণার কাছে ক্ষমা চাইল বিমান সংস্থা। বিমান সংস্থার তরফ থেকে টুইটে লেখা হল, ‘আপনার অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। অনেক বার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল আপনাকে, কিন্তু কোনও ভাবে তা সফল হয়নি। আপনার সুবিধামতো একটা সময় বলুন, আপনাকে আমরা যোগাযোগ করে নেব।’

ঋতুপর্ণার সঙ্গে ঠিক কী ঘটেছিল?

Advertisement

ঋতুপর্ণা (Rituparna Sengupta) সোশ্যাল মিডিয়ায় জানান, আহমেদাবাদের বিমান ধরার জন্য বোর্ডিংয়ের সময় দেওয়া হয়েছিল ভোর ৪.৫৫। তিনি ১৯ নম্বর গেটের কাছে পৌঁছন ৫টা ১০ মিনিট থেকে ৫ টা ১২ মিনিটের মধ্যে। বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়, বোডিংয়ের সময় শেষ। গেট বন্ধ করে দেওয়া হয়েছে। অভিনেত্রী আরও জানিয়েছেন, বিমান সংস্থার পক্ষ থেকে বলা হয় গেটের সামনে তাঁকে দেখতে না পেয়ে তাঁর নাম নাকি ঘোষণাও করা হয়েছিল। এমনকী, ফোনও করা হয়েছিল। তবে কোনও ফোন তিনি পাননি বলেই স্পষ্ট জানিয়েছেন ঋতুপর্ণা।

[আরও পড়ুন: এবার ‘কাঁচা বাদামে’র তালে নেচে উঠলেন মাধুরী দীক্ষিত! পার্টনার রীতেশ দেশমুখ]

অভিনেত্রী এও জানিয়ে ছিলেন, আমি চোখের সামনে দেখতে পাচ্ছিলাম, বিমানটি দাঁড়িয়ে রয়েছে। এমনকী, যাত্রীদের বিমানে ওঠার সিঁড়িটাও রয়েছে। তবুও আমাকে বোর্ডিং করতে দিল না। ঋতুপর্ণার কথায়, এই বিমান সংস্থার সঙ্গে বহুবার ট্র্যাভেল করেছি। আমাকে এই সংস্থার পক্ষ থেকে সম্মানসূচক পাসপোর্টও দেওয়া হয়েছে। তবে এরকম পরিস্থিতির শিকার কখনও হয়নি। এরকম পরিস্থিতির মুখে পড়ে কান্নায় ভেঙেও পড়েছিলেন অভিনেত্রী।

বৃহস্পতিবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে আরও একটি পোস্ট করেন ঋতুপর্ণা। সেখানে তিনি লেখেন, এই অভিযোগ শুধু আমার জন্য জানাইনি। গোটা দেশের হয়ে প্রতিবাদ করেছি। এই প্রতিবাদ আমার জন্য এবং প্রত্যেকের জন্যও। কিন্তু সমস্যা হল, এখন আমাকে বারবার যাতায়াত করতে হচ্ছে কাজটি শেষ করার জন্য। যে কাজের জন্য যাচ্ছিলাম, তা আহমেদাবাদ শহরে নয়, তার থেকে প্রায় ৩ ঘণ্টা দূরে। ওখানে পৌঁছন খুব সহজ নয়। তাই এত করে অনুরোধ করেছিলাম।

[আরও পড়ুন: ‘রাবণে’র পর ‘চেঙ্গিজ’! নতুন ছবিতে বড়সড় চমক দিতে আসছেন জিৎ ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement