Advertisement
Advertisement
Pratul Mukhopadhyay

হাসপাতালের শয্যায় বসেও প্রতুলের কণ্ঠে ‘আমি বাংলায় গান গাই’, শ্রোতা মুখ্যমন্ত্রী

ধীরে ধীরে সুস্থ হচ্ছেন তিনি। তার প্রমাণ গলা ছেড়ে গান। প্রতুলের যে গান শুনলেই বাঙালির হৃদয় ভরে যায়,সেই গানই তিনি গাইলেন হাসপাতালের বিছানায় বসে।

Ailing Pratul Mukhopadhyay sings song, CM Mamata Banerjee listens

ছবি সৌজন্যে- ফেসবুক।

Published by: Akash Misra
  • Posted:January 15, 2024 9:21 pm
  • Updated:January 15, 2024 9:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থতার খবর শুনে এসএসকেএম-এ শিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে শিল্পীর কেবিনে দীর্ঘক্ষণ সময় কাটালেন মুখমন্ত্রী। আর সেখানেই শিল্পীর কণ্ঠে শুনলেন ‘আমি বাংলায় গান গাই’। 

ধীরে ধীরে সুস্থ হচ্ছেন শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। তাঁর সুস্থতার লক্ষণ, হাসপাতালের শয্যায় বসেই গলা ছাড়লেন, ‘আমি বাংলায় গান গাই’। প্রতুলের যে গান শুনলেই বাঙালির হৃদয় ভরে যায়,সেই গানই তিনি গাইলেন হাসপাতালের বিছানায় বসে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই গানের ভিডিও ফেসবুকে শেয়ার করে লিখলেন, ”শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের কণ্ঠে আমি বাংলায় গান গাই বরাবরই এক দারুণ অভিজ্ঞতা। এসএসকেএম-এ তাঁকে দেখতে গিয়ে সেই কণ্ঠ শুনে মন ভরে গেল আনন্দে। শিল্পী ধীরে ধীরে সুস্থ হচ্ছেন, এটা সত্যিই খুশির খবর। তাঁর দ্রুত সুস্থতা কামনা করি।”

Advertisement

বেশ কিছু দিন ধরেই হাসপাতালে ভর্তি রয়েছেন শিল্পী। তাঁকে রাখা হয়েছে পিজির উডবার্ন ব্লকে। সোমবার বিকেল পৌনে পাঁচটার সময় মুখ্যমন্ত্রী যান। হাসপাতাল সূত্রে খবর শিল্পী বার্ধক্যজনিত সমস্যা, নিউমোনিয়া, ফুসফুসের সংক্রমণে ভুগছেন।

[আরও পড়ুন: প্রয়াত অমিত শাহর বোন, সমস্ত কর্মসূচি বাতিল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী]

প্রতুল মুখোপাধ্যায়ের খুব জনপ্রিয় হওয়া গানের মধ্যে অন্যতম হল ‘আমি বাংলায় গান গাই’। এই গান বাঙালির অন্তরে জায়গা দখল করে নিয়েছে। বাংলার ঐতিহ্যকে ধরে রাখার কথা বলে এই গান। এ ছাড়াও শিল্পীর ‘ডিঙা ভাসাও সাগরে’ গানটিও বাঙালির মনে চিরকাল রয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন গণ-আন্দোলনে প্রতুল মুখোপাধ্যায় অনেক দিন থেকেই অগ্রপথিকের ভূমিকা পালন করেছেন।

[আরও পড়ুন: ভারতে ক্ষুব্ধ মুইজ্জুর মালদ্বীপ, জয়শংকর বলছেন, ‘কোনও গ্যারান্টি নেই’, কীসের ইঙ্গিত?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement