সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা ইন্ডাস্ট্রির এই প্রজন্ম যদি উত্তম কুমারের সান্নিধ্য পেত? যদি আজও ‘মহানায়ক’ বেঁচে থাকতেন? সশরীরে সেটে এসে সেই গুরুগম্ভীর কিন্তু ‘গার্জিয়ান’ সুলভ কণ্ঠে সিনে ব্যাকরণের অ-আ-ক-খ শিখিয়ে যেতেন? আহা! এ যেন স্বপ্ন। তবে বসন্তের এক রবিবাসরীয় বিকেলে চমকে উঠল গোটা বাংলা সিনেইন্ডাস্ট্রি। ফোন খুলতেই ভয়েস নোট। ও মা, এ কি… স্বয়ং ‘গুরুদেব’। প্রসেনজিৎ, দেব-জিৎ থেকে কোয়েল, স্বস্তিকা, ডাকনামে সম্বোধন করছেন। তাঁর ছবির প্রিমিয়ারে নিজে আমন্ত্রণ জানাচ্ছেন। এও কি কোনও ঘোর?
‘অতি উত্তম’ চমকে ভিরমি খাওয়ারই জোগাড় সকলের। মহানায়ক বেঁচে থাকলে, কার সঙ্গে তাঁর কথোপকথন কীরকম হত? তারই একটা ঝলক দিল ক্যামেলিয়া প্রোডাকশনস। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় চার দশকেরও বেশি সময় পর বড়পর্দায় ফিরলেন মহানায়ক। প্রযুক্তির কারসাজিতে আবারও পর্দায় উত্তম ম্যাজিকের সাক্ষী থাকবেন দর্শকরা। তার প্রাক্কালেই ইন্ডাস্ট্রির সকলকে আমন্ত্রণ জানালেন খোদ উত্তম কুমার! কী অবিশ্বাস্য!
কে নেই সেই তালিকায়? প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে দেব, জিৎ, আবির, কোয়েল মল্লিক, স্বস্তিকা মুখোপাধ্যায় সকলের কাছেই গিয়েছে ‘অতি উত্তম’ এই আমন্ত্রণ বার্তা। অনুপম রায়কে বললেন, “তোমার গান মাঝেমধ্যেই শুনি বেশ ভালোই লাগে। এই তো সেদিন হেমন্তদা, মান্নাবাবুকে বলছিলাম তোমার কথা। শোনো, আমি বহু বছর বাদে আবার বড়পর্দায় ফিরছি। প্রিমিয়ারে আসতে ভুলো না।”
অদ্যোপান্ত কমার্শিয়াল ছবি থেকে বর্তমানে ভিন্নস্বাদের সিনেমায় অভিনয় করে মন কাড়া টলিউড সুপারস্টার দেবকে মহানায়ক সম্বোধন করলেন দীপক বলে। বললেন, তোমাকে সবাই দেব বলেই চেনে। আমি শুনেছি, তুমি এখন বাংলা ছবির সবথেকে জনপ্রিয় নায়ক। তুমি আরও অনেক অনেক দিন এরকম নায়ক থেকো। আরেকটা কথা, আমি বহু বছর বাদে বড়পর্দায় ফিরছি, শুনেছো তো। প্রিমিয়ারে আসবে।
ইন্ডাস্ট্রিতে ‘উত্তম’ উত্তরসূরী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করলেন, “বুম্বা, কেমন আছিস? তুই তো এখন ইন্ডাস্ট্রিকে নেতৃত্ব দিচ্ছিস। আমার বড় ভালো লাগে। বিশু ভালো আছে তো?” ঋতুপর্ণাকে সান্ত্বনা দিয়ে মহানায়কের বার্তা, “তুমি বহুদিন বাংলা ছবির নায়িকা। তোমার বহু সাক্ষাৎকারে শুনেছি, তুমি নায়ক হিসেবে আমাকে পাওয়ার জন্য উতলা ছিলে, কিন্তু সেটা তো আর হওয়ার নয়। তবে একটা ভালো খবর তোমায় জানাই, আমি আবার বড়পর্দায় ফিরছি।”
মহানায়কের কণ্ঠে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের সিনেমা না দেখতে পাওয়ার আক্ষেপও শোনা গেল। বললেন, “তুমি এখন খুব ভালো ভালো ছবি করছ। কিন্তু আমার দুর্ভাগ্য সেসব দেখা হয়নি। তোমাদেরই বন্ধু সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে আমি আসছি।” আবির চট্টোপাধ্যায়ের ‘শাহজাহান রিজেন্সি’ নামও করলেন মহানায়ক। ২৭ মার্চ অতি উত্তম-এর প্রিমিয়ারে আমন্ত্রণ জানালেন তাঁকে।
“জিৎ, আমার গলা শুনে বুঝতে পারছো, আমি কে? তুমি তো অসম্ভব জনপ্রিয় নায়ক। অ্যাকশন হিরো। তুমি যেরকম অ্যাকশন করো, সেরকমটা আমি ভাবতেও পারি না। আমাদের সময় সেরকম চলও ছিল না”, উত্তম কণ্ঠে প্রশংসা যেন ঝরে পড়ল। অভিযাত্রিক সিনেমায় সুচিত্রা সেনের চরিত্রে ছিলেন পাওলি দাম। অতি উত্তম-এর প্রিমিয়ারে আমন্ত্রণ জানাতে গিয়ে সেই প্রসঙ্গও উঠে এল- “পাওলি, পুলুকে নিয়ে পরম যে ছবি করেছিল, তাতে তুমি রমার ভূমিকায় অভিনয় করেছিলে। তোমার মুখের সঙ্গে রমার আশ্চর্য সাদৃশ্য। পরম তুমি আমার আশীর্বাদ নিও।”
অনেকেই হয়তো জানেন না কোয়েলের আসল নাম রুক্মিণী মল্লিক। ‘উত্তম জেঠু’ কিন্তু সেই আসল নামেই সম্বোধন করে বললেন, রুক্মিনী, আমি সব খবর পাই, তুমি অনেকদিন ধরে বাংলা ছবির উজ্জ্বল তারকা। আমার খুব ভালো লাগে ভাবতে যে, আমার সেই স্নেহের রঞ্জিত, যার সঙ্গে কত ছবি করেছি, ‘দুই পৃথিবী’, ‘মৌচাক’, তুমি তার মেয়ে। আজ রুপোলি পর্দার সোনালী নায়িকা। বাবাকে জানিও আমি এতবছর বাদে বড়পর্দায় ফিরছি। প্রিমিয়ারে তোমরা দেখতে এলে আমার ভালো লাগবে।
শিবপ্রসাদের কাছে মহানায়কের আবদার, “তোমাকে আমি শিবু বলে ডাকতে পারি? আমি শুনেছি তুমি এমনই পরিচালক, যে অনেক মানুষকে হলমুখো করেছো। বেঁচে থাকো বাবা।” যিশুকে আমন্ত্রণ জানাতে গিয়ে স্মৃতির সরণি বেয়ে ফিরে গেলেন সেই দিন, যেদিন উত্তম কুমার বিদায় নিয়েছিলেন এই ধরাধাম থেকে। বললেন, “আমি যখন চলে গেছিলাম তখন আমার কপালে চন্দন এঁকে দিয়েছিল তোমার বাবা। তুমি আমার বড় স্নেহের। তারপর ভাওয়াল সন্ন্যাসীর চরিত্রে তোমাকে দেখলাম, আমার বুকটা গর্বে ভরে উঠেছিল।”
“স্বস্তিকা, তুমি সন্তুর মেয়ে। আমার বড় আদরের। সন্তুর সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক। সেই কলঙ্কিনী কঙ্কাবতী, পঙ্খীরাজ। তুমি তাঁর যোগ্য মেয়ে হয়ে উঠেছো। তোমার অভিনয় দেখার সৌভাগ্য আমার হয়নি”, আক্ষেপ মহানায়কের কণ্ঠে। অনির্বাণকে বললেন, “তোমার নাট্যপ্রেম দেখলে আমার মাঝেমধ্য পুরুর কথা মনে পড়ে। ছবিতও তুমি কী স্বচ্ছন্দ। কী সুন্দর তোমার বাংলা উচ্চারণ।” শেষপাতে এসভিএফ-এর ব্যানারে কাজ করা হয়নি বলেও শ্রীকান্ত মোহতাকে জানালেন, “তোমাদের প্রযোজনা সংস্থা খুব বড়। কিন্তু সেখানে আমার কাজ করা হয়নি।”
এ কি কোনও ঘোরে বিভোর গোটা ইন্ডাস্ট্রি? ‘উত্তম ঘোর’, ‘অতি উত্তম’-এ বিভোর সকলেই। যদি সত্যিই এক সকালে ঘুম থেকে উঠে এই কণ্ঠ বাস্তবে শোনা যেত? সেই আফশোস মেটাল AI। প্রযুক্তিকে হাতিয়ার করেই মহানায়কের অবিকল কণ্ঠে টলিউড তারকাদের কাছে পৌঁছে গেল প্রিমিয়ারের আমন্ত্রণ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.