Advertisement
Advertisement

Breaking News

Agastya Suhana

বচ্চনের নাতবউ হচ্ছেন শাহরুখকন্যা! জল্পনার যজ্ঞে ঘি ঢালল সুহানা-অগস্ত্যর ভিডিও

মণীশ মালহোত্রার পার্টিতে আরও কাছাকাছি অগস্ত্য-সুহানা!

Agastya Nanda's Adorable Gesture Towards Rumoured Girlfriend Suhana Khan | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:November 6, 2023 5:01 pm
  • Updated:November 6, 2023 5:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিটাউনে এখন কান পাতলেই সম্পর্কের গুঞ্জন! তারকাজুটি তো বটেই বরং প্রেমের হাওয়া এখন সেলেব সন্তানদের মধ্যেও। আর সেই তালিকাতেই অন্যতম চর্চিত ‘বন্ধুত্ব’ অগস্ত্য-সুহানার। দুই তারকাসন্তানের বন্ধুত্ব নাকি এতটাই গাঢ় হয়েছে যে, তা নাকি এখন প্রেমে পরিণত হয়েছে। সেই জল্পনাতেই ঘি ঢালল মণীশ মালহোত্রার পার্টি থেকে ভাইরাল হওয়া এক নতুন ভিডিও।

ভাইরাল ওই ভিডিওতে শাহরুখকন্যার সঙ্গে দেখা গেল অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যকে (Agastya Nanda)। যিনি শ্বেতা বচ্চনের ছেলে। পার্টি থেকে বেরনোর সময়ে সুহানাকে (Suhana Khan) গাড়িতে তুলে দিয়ে এসে যত্ন করে দরজাও বন্ধ করে দেন অগস্ত্য। সেই গাড়ি চোখের আড়াল না হওয়া পর্যন্ত সেখানেই দাঁড়িয়ে ছিলেন শ্বেতাপুত্র। এদিকে বলিউড মাধ্যম সূত্রে খবর, পাপারাৎজিদের ক্যামেরায় একসঙ্গে লেন্সবন্দি না হলেও গোটা পার্টিতে নাকি একে-অপরের সঙ্গ ছাড়েননি সুহানা-অগস্ত্য।

Advertisement

প্রসঙ্গত, বচ্চনদের পরিবারে সর্বসাকুল্যে এখন একটাই পুত্রসুন্তান। কারণ অভিষেক-ঐশ্বর্যর মেয়ে আরাধ্যা। অন্যদিকে জয়া-অমিতাভের মেয়ে শ্বেতাকন্যা নভ্যা নভেলি। তিনি নাতি-নাতনিই বিগ বির চোখের মণি। তবে অগস্ত্য দিদা জয়া আর মামা অভিষেকের খুবই প্রিয়। তাঁর সঙ্গেই শাহরুখ-গৌরীর মেয়ে সুহানা খানের ‘প্রেমচর্যা’র জল্পনা ইন্ডাস্ট্রির অন্দরে।

[আরও পড়ুন: মণীশের দিওয়ালি পার্টিতে চাঁদের হাট, মুখোমুখি সলমন-ঐশ্বর্য! দ্যুতি ছড়ালেন গৌরী-রেখা]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Voompla (@voompla)

জোয়া আখতার পরিচালিত ‘আর্চিস’-এর সেটেই নাকি বন্ধুত্ব গাঢ় হয় সুহানা-অগস্ত্যার। শুটিংয়ে অনেকটা সময়ে একে-অপরের সঙ্গে কাটাতেন। সেখান থেকেই বন্ধুত্বের সূত্রপাত। এবং পরে যা ভাব-ভালোবাসায় পরিণত হয়। যদিও জনসমক্ষে কেউই নিজেদের সম্পর্কের কথা খোলসা করেননি। তবে তাঁদের একে-অপরের প্রতি ছোটখাট যত্নশীল আচরণ সেদিকেই ইঙ্গিত দেয়। এবার মণীশ মালহোত্রার পার্টির ভাইরাল ভিডিতেও তার অন্যথা হল না। যা দেখে নেটপাড়ার কৌতূহল, শাহরুখ-গৌরীকন্যা সুহানা কি তাহলে বচ্চন পরিবারের নাতুভ হতে চলেছেন?

[আরও পড়ুন: ‘যা রটে…’, শচীনকন্যা সারার সঙ্গে শুভমানের প্রেমের গুঞ্জনে সিলমোহর আরেক সারার! ফাটালেন বোমা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement