Advertisement
Advertisement
কণ্ঠ

বিশেষ স্ক্রিনিংয়ে ‘কণ্ঠ’ দেখে কী বললেন চিকিৎসক দেবী শেঠি?

আগামী শুক্রবার মুক্তি পাবে ছবিটি৷

After watching 'Konttho' Dr Devi Shetty praised Shibaprasad Mukherjee
Published by: Sayani Sen
  • Posted:May 7, 2019 6:47 pm
  • Updated:May 7, 2019 6:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের ছবি মানেই তা সমাজের জন্য কোনও বার্তা দেবে৷ মুক্তি পেতে চলেছে ‘কণ্ঠ’৷ ওই ছবিটি ক্যানসার সম্বন্ধে সচেতনতা বাড়াবে বলেই আশা পরিচালকের৷ মুক্তির আগে বিশেষ স্ক্রিনিং দেখে একই কথা বলছেন চিকিৎসক দেবী শেঠিও৷ এই ছবি সকলের মন কাড়বে বলেই আশা তাঁর৷

[ আরও পড়ুন: মেট গালার লুকে বর্ণবিদ্বেষের শিকার প্রিয়াঙ্কা, রূপকথার রাজকন্যা বেশে দীপিকা]

পেশায় রেডিও জকি অর্জুন মল্লিক৷ সাফল্যের সিঁড়িতে সবে উঠতে শুরু করেছেন৷ অসাধারণ কথা বলার জন্য পুরস্কার ঝুলিতে নেওয়া মাত্রই বিপত্তি৷ আচমকাই গলা দিয়ে স্বর বেরোচ্ছে না তাঁর৷ চিকিৎসকের কাছে যান৷ নানা পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় ক্যানসারে আক্রান্ত হয়েছেন অর্জুন৷ বাঁচতে চাইলে স্বরযন্ত্র বাদ দেওয়া ছাড়া কোনও উপায় নেই তাঁর৷ অস্ত্রোপচার করা হয়৷ বাদ দেওয়া হয় স্বরযন্ত্র৷ কিন্তু অস্ত্রোপচারের পর গলা দিয়ে অদ্ভুত আওয়াজ বেরোতে দেখা যায় তাঁর৷ স্বর হারিয়ে অবসাদগ্রস্ত হয়ে পড়েন রেডিও জকি৷ স্ত্রী পাওলি এবং তাঁর অন্যান্য পরিজনদের সঙ্গে সম্পর্কের অবনতি হতে শুরু করে তাঁর৷ এখানেই উপস্থিত হন জয়া আহসান৷ গলার নানা কারিকুরি শিখিয়ে মানসিক অবসাদ থেকে মুক্তি দিতে অর্জুনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন জয়া৷ আদৌ কি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন অর্জুন? এই প্রশ্নের উত্তর দেবে ‘কণ্ঠ’৷

Advertisement

[ আরও পড়ুন: এখানকার অভিনেত্রীরা আপনাকে হিংসে করেন? কী জবাব জয়া আহসানের?]

আগামী শুক্রবার প্রেক্ষাগৃহগুলিতে মুক্তি পাবে শিবপ্রসাদ-নন্দিতার এই ছবি৷ তার আগে সোমবার বেঙ্গালুরুতে ছবিটির বিশেষ স্ক্রিনিং হয়৷ ছবি দেখার জন্য উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক দেবী শেঠি-সহ বেশ কয়েকজন চিকিৎসক৷ ছবিটি দেখে আপ্লুত তিনি৷ এই ছবি সকলের অনুপ্রেরণা বলেই জানান চিকিৎসক৷ ‘কণ্ঠ’ ছবিটি সকলের দেখা উচিত বলেও জানিয়েছেন তিনি৷ শিবপ্রসাদ-নন্দিতার প্রত্যেকটি ছবি মন ছুঁয়েছে দর্শকদের৷ ‘রামধনু’, ‘হামি’, ‘প্রাক্তন’-এর পর ‘কণ্ঠ’ কতটা দর্শক মনে প্রভাব ফেলতে পারে সেটাই এখন দেখার৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement