Advertisement
Advertisement

Breaking News

Putki Vai

‘টুম্পা’র ভাইরাল সাম্রাজ্যকে টক্কর দিতে চলেছে ‘পুটকি ভাই’, দেখেছেন নতুন এই ভিডিও?

এবার বছরশেষের পার্টি কি জমিয়ে দেবে ‘পুটকি ভাই’?

After Viral Video of the Tumpa song here is the new video of Putki Vai from the makers| Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 26, 2020 5:12 pm
  • Updated:December 26, 2020 5:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘চাঁদনী রাতে’ টুম্পা নামের কারও সঙ্গে ডেটে যান বা না যান, এ বঙ্গে বাস করে ‘টুম্পা’ গানের মহিমা এতদিনে টের পেয়ে গিয়েছেন। প্রিয় ‘খোকা’ অনির্বাণের বিয়েতে এই গানেই নেচে উঠেছিলেন সৃজিত মুখোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষ। আবার মেয়ের প্রাক জন্মদিনের আড্ডায় এই গানের ছন্দে কোমর দুলিয়েছেন শ্রীলেখা মিত্র। টুম্পার এই ভাইরাল সাম্রাজ্যে এবার টক্কর দিতে চলেছে ‘পুটকি ভাই’ (Putki Vai)। বছরশেষে টুম্পা গানের স্রস্টাদেরই নতুন সৃষ্টি। সদ্য প্রকাশ্যে এসেছে ‘রেস্ট ইন প্রেম’ ওয়েব সিরিজের নতুন এই গানটি ।

Advertisement

[আরও পড়ুন: হরনাথপুত্র হিন্দোলের প্রথম ছবিতে মুখ্য ভূমিকায় সুপারস্টার জিৎ!]

কালী পুজোর অবসরে প্রকাশ্যে এসেছিল ‘রেস্ট ইন প্রেম’ সিরিজের টুম্পা গানটি। পাঁচ কোটিরও বেশি মানুষ ইউটিউবে দেখে ফেলেছেন গানটি। মানুষের ঘরে–ঘরে, মুখে-মুখে, ফোনে–ফোনে এখনও বাজে এই গান। হোয়াটসঅ্যাপ বার্তায় অবাধ বিচরণ। অরিজিৎ সরকার পরিচালিত ইন্ডিপেন্ডেন্ট ওয়েব সিরিজের জন্য গানটি তৈরি করেছিলেন গীতিকার এবং গায়ক আরব দে। সায়ন, সুমনা, দীপাংশু অভিনীত গানের মিউজিক করেছিলেন অভিষেক সাহা।

‘পুটকি ভাই’য়ের সুরেলা সফরে আরবের সঙ্গী ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। এই গানের বুলিও লৌকিকতার ধার দিয়ে এক্কেবারে যায়নি। “পুটকি ভাই একটা রোল কর, আর লইট্টা মাছের ঝোল কর…”। এমন কথাতেই সেজে উঠেছে ‘আফটার টুম্পা’ (#AfterTumpa) হ্যাশট্যাগ দিয়ে। গানের ব্যাখ্যা দিতে গিয়ে লেখা হয়েছে, “এই গান এবং ভিডিওটি সম্পূর্ণরূপে কল্পিত। কোন বাস্তব ঘটনা বা ব্যক্তির সাথে কোনওরকম মিল থাকলে তা সম্পূর্ণ কাকতালীয়। কোনও ধরনের ড্রাগ বা মাদকাসক্তিকে প্রচার করা আমাদের উদ্দেশ্য নয়। আমরা কোনও সম্প্রদায়, ধর্মীয় অনুভূতিকে আঘাত করতে চাইনি। আশা করি দর্শকরা নিছক আনন্দের খোরাক হিসেবে গান এবং ভিডিওটিকে গ্রহণ করবেন।” অরিজিৎ-আরবদের এই অনুরোধ কতটা আম জনতা রাখবেন তা তো ভবিষ্যতেই জানা যাবে। তবে বছরশেষে পার্টিতে ‘টুম্পা’র পাশাপাশি ‘পুটকি ভাই’য়ের চাহিদা থাকার সম্ভাবনাও প্রবল।

[আরও পড়ুন: বছরশেষে কতটা মিষ্টত্ব ছড়াল অপরাজিতা-মধুমিতার ‘চিনি’? পড়ুন ফিল্ম রিভিউ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement