Advertisement
Advertisement

Breaking News

সিরিয়ালের পর এবার কি তবে বন্ধ হতে পারে সিনেমার শুটিং?

রিপিট টেলিকাস্ট দেখে বিরক্ত সিরিয়ালপ্রেমীরা৷

After tele serials, movie shooting stops in Tollygunj studio!
Published by: Sayani Sen
  • Posted:August 22, 2018 6:34 pm
  • Updated:August 23, 2018 11:36 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্টিস্ট ফোরাম ও প্রযোজকদের কাজিয়ার জের৷ টানা পাঁচদিন ধরে বন্ধ বাংলা সিরিয়ালের শুটিং৷ আর তার জেরেই বিবর্ণ বাঙালির ড্রয়িংরুম৷ মন ভাল নেই দর্শকদের৷ একের পর এক সিরিয়ালের রিপিট টেলিকাস্ট দেখতে দেখতে একঘেয়ে হয়ে গিয়েছেন তাঁরা৷ কিন্তু শুধু সিরিয়ালই নয়৷ সিনেমার শুটিংও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কার কালো মেঘ ঘনিয়েছে টলিপাড়ায়৷

[এল না প্রযোজকদের ‘কল টাইম’, পঞ্চম দিনেও অচল স্টুডিওপাড়া]

শনিবার থেকেই ছন্দপতন হয়েছে স্টুডিওপাড়ার৷ ওইদিনই আর্টিস্ট ফোরামের তরফে অভিযোগ করা হয় কিছু কিছু প্রযোজক কলাকুশলী ও অভিনেতাদের টাকা মেটাননি৷ টাকা না মেটানো পর্যন্ত শুটিং বন্ধ থাকবে বলেই আর্টিস্ট ফোরামের তরফে জানানো হয়৷ বারবার বৈঠক হলেও মেলেনি কোনও রফা সূত্র৷ মঙ্গলবার আর্টিস্ট ফোরামের চেয়ারম্যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, কলটাইম পেলে আবারও শুটিং শুরু হবে৷ ওইদিন বিকেলেই বৈঠকে বসে ইমপা অন্তর্ভুক্ত প্রযোজকরা৷ ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় ইমপার প্রযোজকদের সঙ্গে আর্টিস্ট ফোরামের একটি মউ সাক্ষরের সিদ্ধান্ত নেওয়া হয়৷ আগামী সাত থেকে দশদিনের মধ্যে মউ সাক্ষরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান ইমপার কার্যকরী সমিতির সদস্য শ্যামল দত্ত৷ কিন্তু এই মউ সাক্ষর না হলেই কি বন্ধ হয়ে যাবে বাংলা সিনেমার শুটিংও, তৈরি হয়েছে সেই আশঙ্কা৷ এ বিষয়ে যদিও শ্যামল দত্ত জানান, প্রযোজকদের তরফে টেকনিশিয়ানদের পেমেন্ট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ নিয়মাবলী সংক্রান্ত কিছু পরিবর্তনও মউতে থাকা দরকার৷ সাত থেকে দশদিনের মধ্যে মউ সাক্ষরিত না হলে সিনেমার শুটিং বন্ধেরও সিদ্ধান্ত নেওয়া হতে পারে৷ ইমপার প্রযোজক বিভাগের চেয়ারপার্সন পিয়া সেনগুপ্তও জানান আগামী ৩১ আগস্টের মধ্যে মউ সাক্ষরিত না হলে, বাংলা সিরিয়ালের পাশাপাশি সিনেমারও শুটিং বন্ধ হয়ে যেতে পারে৷   

Advertisement

[শিল্পীরা নয় কাজ বন্ধ করেছে প্রযোজকরা, দাবি আর্টিস্ট ফোরামের]

শুটিং কবে শুরু হবে তা নিয়ে দোলাচল অব্যাহত৷ কবে আবারও ড্রয়িংরুমে বসে সিরিয়ালের নতুন পর্ব দেখতে পাবেন, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সিরিয়ালপ্রেমীদের মনে৷ শুটিং শুরু হলেও আগামী সপ্তাহের আগে সিরিয়ালের নতুন পর্ব দেখতে পাবেন না বলেই ধারণা সংশ্লিষ্ট মহলের৷  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement