সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর আগে বৈচিত্র্যের মধ্যে ঐক্যর বার্তা ছড়াতে চেয়ে লাভ জিহাদের অভিযোগে বিদ্ধ হতে হয়েছে তানিষ্কের বিজ্ঞাপনকে। এবার লাভ জিহাদের কোপে পড়তে হল অক্ষয় কুমারের (Akshay Kumar) আসন্ন ছবি ‘লক্ষ্মী বম্ব’কেও (Laxmmi Bomb)। সিনেমায় অক্ষয়ের চরিত্রের নাম আসিফ এবং তাঁর নায়িকা কিয়ারা আডবানীর (Kiara Advani) চরিত্রের নাম পূজা। এতেই আপত্তি নেটদুনিয়ার একাংশের।
৯ নভেম্বর ডিজনি প্লাস হটস্টার (Disney+ Hotstar) মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে ‘লক্ষ্মী বম্ব’। তার ঠিক এক মাস আগে অর্থাৎ ৯ অক্টোবর ছবির ট্রেলার প্রকাশ করেন অক্ষয়। সেই সূত্রেই জানা যায়, নায়কের চরিত্রের নাম আসিফ এবং নায়িকার নাম পূজা। কেন নায়কের মুসলিম নাম এবং নায়িকার হিন্দু নাম, এই নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ। কেউ কেউ আবার ‘আল্লাহ বম্ব’ লিখে কটাক্ষ করেছেন। ছবি বয়কটের ডাক দেওয়া হয়েছে।
Name of movie – #LaxmmiBomb
Release on Hindu festival – DiwaliActor Name – Asif
Actress Name – PriyaWhy it isn’t “AllahBomb” even in real life they shout allah hu akbar and then boom still they try to defame hindu gods
Why they r promoting
LOVE JIHAD ?#BoycottLaxmiBomb pic.twitter.com/CRwJT48RXv— हिन्दुराष्ट्र सैनिक (@ShivHindu879) October 14, 2020
In #LaxmmiBomb name of the lead actor is Asif and actress name is Priya Yadav. #LoveJihaad
— Shiva (@saclines) October 14, 2020
২০১১ সালে মুক্তি পাওয়া হরর কমেডি ঘরানার তামিল ছবি ‘কাঞ্চনা’র (Kanchana) অফিশিয়াল রিমেক ‘লক্ষ্মী বম্ব’। নিজের পরিচালনায় ও প্রযোজনায় সেই ছবিতে অভিনয় করেছিলেন দাক্ষিণাত্যের তারকা রাঘব লরেন্স (Raghava Lawrence)। রাঘবই ‘লক্ষ্মী বম্ব’-এর পরিচালক। তিনিই মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। সেই চরিত্রের নামও ছিল রাঘব। অক্ষয়ের চরিত্রের নামও তা রাখা হল না কেন? এই প্রশ্নও করা হয়েছে।
#LaxmmiBomb Curious to know why name of lead changed from Raghav (Original Movie) to Asif (Laxmi Bomb)? @akshaykumar
— Vishal Agarwal (@Vishal17Agarwal) October 14, 2020
সোশ্যাল মিডিয়ার একাংশের আপত্তির জেরে তানিষ্ক বিতর্কিত বিজ্ঞাপন ফিরিয়ে নেওয়া হয়েছে। তবে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন একাধিক তারকা। বিজ্ঞাপনের নেপথ্যে কণ্ঠ দিয়েছিলেন দিব্যা দত্তা। তিনি এই অসহিষ্ণুতার বিরুদ্ধে সরব হয়েছেন। নিজেদের জীবনের উদাহরণ তুলে ধরে প্রতিবাদ জানিয়েছেন মহম্মদ জিসান আয়ুব এবং মিনি মাথুর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.