সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনুষ্ঠানে আমন্ত্রণ। সেই আমন্ত্রণে মুম্বইয়ের বাইরে যেতেই অপহরণ। মোটা অঙ্কের টাকা মুক্তিপণ হিসেবে দাবি। ঠিক যেমনটা কমেডিয়ান সুনীল পালের সঙ্গে হয়েছিল, তেমনটাই ঘটেছে ‘স্ত্রী ২’ অভিনেতা মুস্তাক খানের সঙ্গে। ঘটনাচক্রে মুস্তাকও একজন কৌতুকশিল্পী এবং বহু বছর ধরে তিনি বলিউডে কাজ করছেন। সুনীল পাল ও মুস্তাক খানের জোড়া অপহরণের অভিযোগে চিন্তিত পুলিশ। এর নেপথ্যে কি কোনও বড় গ্যাং রয়েছে? উঠছে প্রশ্ন।
নিখোঁজ কমেডিয়ান সুনীল পাল। ডিসেম্বরের শুরুতেই এই খবরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্বামীর সন্ধান পেতে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন সুনীলের স্ত্রী সরিতা। ঘটনা নাটকীয় মোড় নেয় যখন সুনীল ফিরে আসেন। কমেডিয়ান জানান, তাঁকে অপহরণ করা হয়েছিল। জানা যায়, হরিদ্বারে এক অনুষ্ঠানে পারফর্ম করতে যাচ্ছিলেন সুনীল। পথেই তাঁকে অপহরণ করা হয়। মুক্তিপণ হিসেবে চাওয়া হয় ২০ লক্ষ টাকা। তার বদলে ৮ লক্ষ টাকা দিয়ে মুক্তি পান বলে দাবি করেন সুনীল।
মুস্তাক খানের অপহরণ নাকি আগেই হয়েছিল। কিন্তু সুনীল পালের খবর প্রকাশ্যে আসার পর তা জানা যায়। অভিনেতার অপহরণের খবরটি সংবাদমাধ্যমকে জানান তাঁর বিজনেস পার্টনার শিবম। তাঁর অভিযোগ, একটি অনুষ্ঠানের কথা বলে মুস্তাক খানকে দিল্লিতে আমন্ত্রণ করা হয়। দিল্লির বিমানবন্দরে পৌঁছনোর পর অভিনেতাকে একটি গাড়িতে বসতে বলা হয়। সেখান থেকে তাঁকে বিজনোরের কোনও এক জায়গায় নিয়ে গিয়ে আটকে রাখা হয়। প্রায় ১২ ঘণ্টা ধরে নির্যাতনের শিকার হন প্রবীণ অভিনেতা।
কীভাবে ছাড়া পেলেন মুস্তাক খান? শিবম জানান, ভোরের দিকে তিনি আজানের শব্দ শুনতে পেয়েছিলেন। বুঝতে পারেন কাছেই মসজিদ রয়েছে। কোনওভাবে বেরিয়েই অপহরণকারীদের ডেরা থেকে বেরিয়ে দৌড়তে থাকেন। স্থানীয়দের কাছে সাহায্য চান। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সাহায্যেই বাড়ি ফেরেন তিনি। পরে শিবম বিজনোরে গিয়ে সেখানকার থানায় এফআইআরও করেন। আটের দশকে বলিউডে অভিনয় করছেন মুস্তাক খান। ‘স্ত্রী ২’ ছাড়াও ‘আশিকি’, ‘সড়ক’, ‘হাম হ্যায় রাহি প্যায়ার’, ‘ওয়েলকাম’, ‘গদর ২’র মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। কৌতুকশিল্পী হিসেবেও মুস্তাক খানের বেশ সুনাম রয়েছে। তবে এই ঘটনার পর থেকেই আতঙ্কের পরিবেশ শিল্পীর বাড়িতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.