Advertisement
Advertisement
Kangana Ranaut

‘মেয়েরা মসনদে বসলে মানতে পারে না পুরুষরা’, মায়ানমারের সেনা অভ্যুত্থান নিয়েও টুইট কঙ্গনার

সোমবারই আটক করা হয়েছে মায়ানমারের মহিলা রাষ্ট্রপ্রধানকে।

After Rihanna, Kangana tweets on Myanmar coup: ‘... because many men can’t handle a woman as their superior’ | Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:February 5, 2021 3:01 pm
  • Updated:February 5, 2021 3:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে কোনও ইস্যুতেই টুইট করাটা অভ্যেস করে ফেলেছেন কঙ্গনা রানাউত (Kangan Ranaut)। সে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুই হোক কিংবা কৃষক আন্দোলন। গত মঙ্গলবারই জনপ্রিয় মার্কিন পপ-তারকা রিহানাকে (Rihanna) কটাক্ষ করেছিলেন তিনি। এবার তিনি মুখ খুললেন মায়ানমারের সেনা অভ্যুত্থান নিয়েও। প্রশ্ন তুললেন, মহিলা বলেই কি রাষ্ট্রপ্রধান আং সান সু কি-কে আটক করা হল?

শুক্রবার সাতসকালে টুইটারে কঙ্গনা লেখেন, ”আমি একটা পিরিয়ড ফিল্ম করেছিলাম ‘রেঙ্গুন’ নামের। সেই সময় আমি রেঙ্গুন ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমাদের অংশগ্রহণ নিয়ে প্রচুর গবেষণা করেছিলাম। সাম্প্রতিক ঘটনাবলী দেখে আমার প্রশ্ন, পুরুষরা একজন মহিলাকে সর্বোচ্চ আসনে সহ্য করতে পারেন না বলেই কি এমনটা ঘটল?” প্রসঙ্গত, সোমবার সকালে দেশটির রাষ্ট্রপ্রধান আং সান সু কি-সহ শাসকদলের বেশ কয়েকজন নেতাকে আটক করে সেনাবাহিনী। মায়ানমারের শাসকদল ‘ন্যাশনাল লিগ অফ ডেমোক্র্যাটিক পার্টি’র মুখপাত্র মায়ও নায়ান্ট একথা জানিয়ে জনতার কাছে আবেদন করে বলেন, “এই ঘটনায় আবেগে ভেসে কেউ কোনও পদক্ষেপ করবেন না। সবাই আইন মেনে চলুন।”

Advertisement

[আরও পড়ুন: রিহানা-গ্রেটাদের টুইটের পালটা, ঐক্যবদ্ধ থাকার আহ্বান শচীন-বিরাট-অক্ষয়ের]

মায়ানমারের ঘটনা নিয়ে সারা বিশ্ব জুড়েই আলোড়ন পড়ে গিয়েছে। ভারতও সেখানকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তবে সু কি-র গ্রেপ্তারিকে নারীবাদের দিক দিয়ে দেখার কোনও প্রবণতা এখনও পর্যন্ত চোখে পড়েনি। কঙ্গনাই সম্ভবত এই ইস্যুতে এমন একটি দিককে তুলে ধরতে চাইলেন।

এর আগে মঙ্গলবারই কৃষকদের পাশে থাকা নিয়ে রিহানার বার্তার পালটা দিতে দেখা গিয়েছিল ‘কন্ট্রেভার্সি ক্যুইন’কে। রিহানা প্রশ্ন তুলেছিলেন, “কেন আমরা এই বিষয় নিয়ে কথা বলছি না?” সেই টুইট শেয়ার করেই কঙ্গনা লেখেন, “কেউ এই বিষয় নিয়ে কথা বলছেন না কারণ এরা কৃষক নয়, সন্ত্রাসবাদী। যারা দেশকে ভাগ করতে চাইছে। যাতে চিন সেই টুকরো টুকরো হয়ে যাওয়া দেশ দখল করে নিতে পারে। আর সেখানে চিনা উপনিবেশ তৈরি করতে পারে। ঠিক যেমন আমেরিকার ক্ষেত্রে হয়েছিল… তাই চুপ করে থাকো, আমরা তোমাদের মতো নির্বোধ নই যে নিজেদের দেশকে বেচে দেব।”

[আরও পড়ুন: সুশান্ত কাণ্ডে নয়া মোড়, গ্রেপ্তার প্রাক্তন সহকারী পরিচালক তথা ঘনিষ্ঠ বন্ধু ঋষিকেশ

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement