Advertisement
Advertisement

Breaking News

Sariful Razz-Pori Moni

পরীমণি-রাজ্যর পর এবার রক্তাক্ত মাথা নিয়ে হাসপাতালে শরিফুল রাজ! ভাইরাল ছবিতে চাঞ্চল্য

এর আগে পরীমণি ছেলেকে নিয়ে হাসপাতালে ভরতি থাকার ছবি শেয়ার করেছিলেন।

After Pori Moni Sariful Razz reportedly in hospital, picture goes viral | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:August 20, 2023 11:50 am
  • Updated:August 20, 2023 11:50 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরীমণির (Pori Moni) জীবনে একের পর এক ঘটনা ঘটে চলেছে। গত শুক্রবারই বাংলাদেশি অভিনেত্রী ও তাঁর ছেলে রাজ্যর হাসপাতালে ভরতি হওয়ার খবর মেলে। এবার আবার শরিফুল রাজের (Sariful Razz) রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভরতি হওয়ার খবর শোনা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় একটি ছবিও ছড়িয়ে পড়েছে।

Sariful-Razz-Pori-Moni-2

Advertisement

শোনা যাচ্ছে, বাংলাদেশির রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে রক্তাক্ত অবস্থায় ভরতি হন শরিফুল। অভিনেতার মাথায় গুরুতর চোট রয়েছে। তাতে নাকি সেলাইও দিতে হয়েছে। সূত্রের খবর, ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে শরিফুলকে। মাঝেমধ্যেই জ্ঞান হারাচ্ছেন তিনি। চিকিৎসকরা কড়া পর্যবেক্ষণে রেখেছেন। কীভাবে এই আঘাত লাগল? তা এখনও জানা যায়নি।

[আরও পড়ুন: উত্তরপ্রদেশে রজনীকান্ত, মুখ্যমন্ত্রী যোগীর পা ছুঁয়ে করলেন প্রণাম, ভাইরাল ভিডিও]

এর আগে পরীমণি ফেসবুকে একটা ছবি পোস্ট করেন। ছবিতে শুধুই রাজ্য আর পরীমণির হাত দেখা যায়। দু’টো হাতেই ফোটানো স্যালাইনের ইনঞ্জেকশন। সূত্র বলছে, পরীমণি ও তাঁর ছেলের নাকি ধুম জ্বর। আর সেই কারণেই হাসপাতালে ভরতি হতে হয়েছে। কিন্তু এই ঘটনার ঠিক পরই শরিফুল রাজের হাসপাতালে ভরতি থাকার ছবিতে তোলপাড় সোশ্যাল মিডিয়া।

Sariful Razz-Pori Moni 1

২০২১ সালে গোপনে বিয়ে সেরেছিলেন পরীমণি ও রাজ। ২০২২ সালের আগস্ট মাসে ছেলে রাজ্যর জন্ম দেন অভিনেত্রী। তারপর থেকে বেশ ভালই ছিলেন বাংলাদেশির তারকা দম্পতি। কিন্তু কিছুদিন আগেই রাজের একটি ভিডিও ভাইরাল হয়। পরকীয়ার অভিযোগ ওঠে অভিনেতার বিরুদ্ধে। তারপর থেকে সম্পর্কে অম্লতা। কিন্তু এরমধ্যেই আবার রাজ-পরীমণিকে খোশমেজাজে দেখা গিয়েছিল। সমস্ত মনোমালিন্য মিটে গিয়েছে, এমনটাই মনে করা হয়েছিল। কিন্তু আবার সুখের সংসারে যেন অশান্তির কালো মেঘ।

[আরও পড়ুন: সৎ ছেলে সানি দেওলের ‘গদর ২’ দেখেছেন? কেমন লাগল? জবাব দিলেন হেমা মালিনী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement