Advertisement
Advertisement

Breaking News

Rudranil Ghosh

ভোটের জন্য কাজলের সঙ্গে কাজ হাতছাড়া রুদ্রনীলের! নতুন ছবির জন্য ডাকলেন অজয় দেবগন

রুদ্রনীলে মুগ্ধ অজয় দেবগন, ফের ডাক পড়ল বলিউডে।

After Maidaan Ajay Devgn offers new film to Rudranil Ghosh
Published by: Sandipta Bhanja
  • Posted:April 12, 2024 12:55 pm
  • Updated:April 12, 2024 12:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটে বড় দায়িত্ব। টিকিট না পেলেও প্রচারের ময়দানে দেখা যাবে রুদ্রনীল ঘোষকে (Rudranil Ghosh)। বাংলায় বিজেপির ‘গ্ল্যামারাস’ প্রচার তালিকায় মিঠুন চক্রবর্তীর সঙ্গে তাঁর নামও রয়েছে। আসন্ন ভোটের জন্যই ডাকসাইটে বলিউড সিনেমার প্রস্তাব হাতছাড়া হয়েছে রুদ্রনীলের। কাজলের ‘মা’ ছবিতে অভিনয় করার প্রস্তাব এসেছিল তাঁর কাছে। তবে নির্বাচনের কারণেই সেটা হাতছাড়া হয়েছে। কিন্তু বাংলার রুদ্রনীলকে ফের কাস্ট করতে নাছোড়বান্দা অজয় দেবগন (Ajay Devgn)।

‘ময়দান’ (Maidaan) ছবিতে রুদ্রনীল ঘোষের অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন বলিউডের প্রযোজক তথা অভিনতা। যেখানে ক্রীড়া প্রশিক্ষক শুভঙ্করের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। অজয়ও নাকি আজকাল তাঁকে সেই নামেই ডাকছেন। সদ্য মুক্তিপ্রাপ্ত সেই সিনেমা শোরগোল ফেলতে না ফেলতেই রুদ্রনীল ঘোষ জানালেন, অজয় দেবগণের তরফে তাঁর কাছে নতুন সিনেমার প্রস্তাব এসেছে। এর আগে ‘মা’-এর প্রস্তাব এলেও ভোটের জন্য সেই কাজ ফসকে গিয়েছে। কাজলের সঙ্গে স্ক্রিন শেয়ার করা হয়নি তাঁর।

Advertisement

[আরও পড়ুন: ‘দাবাড়ু’র টিজারেই কিস্তিমাত! মিলল বাংলার গ্র্যান্ডমাস্টার সূর্যশেখরের জীবনযুদ্ধের ঝলক]

সম্প্রতি কাজল যে ছবির শুটিংয়ে বাংলায় এসেছিলেন। শান্তিনিকেতন, কলকাতায় শুটিং করলেন, সেই সিনেমার এক বিশেষ চরিত্রের জন্য রুদ্রনীল ঘোষের কাছে প্রস্তাব এসেছিল। তবে সেটা না করতে পারলেও অজয় কিন্তু ভবিষ্যতে তাঁকে কাস্ট করতে নাছোড়বান্দা। তবে সেই সিনেমা প্রসঙ্গে খুব একটা না ভাঙলেও রুদ্রনীল জানান, কে কে মেননের সঙ্গে একটি ওয়েবসিরিজে তাঁকে দেখা যাবে শীঘ্রই।

[আরও পড়ুন: রাজনীতিতেও কঙ্গনার প্রতিপক্ষ ‘নেপো কিড’! ‘বাপ-ঠাকুরদার সম্পত্তি নাকি?’ ফুঁসছেন পদ্মপ্রার্থী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement