সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাটলির পরিচালনায় ‘জওয়ান’ ছবির শুটিং শেষ করলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। শুটিংয়ে মাংসের একটি বিশেষ পদে মজেছিলেন বলিউড বাদশা। তাই এবার সেই রান্নাটি শিখতে চান। টুইটারে এমনই ইচ্ছে প্রকাশ করেছেন।
হৃদয়ভাঙা অভিমানী যুবক কিংবা কড়া কোচ অথবা মাটির কাছাকাছি থাকা সাদামাটা ছেলে, কেরিয়ারের দীর্ঘ পথে চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট খুব একটা কম করেননি শাহরুখ। বয়স পঞ্চাশ পেরিয়ে যাওয়ার পর থেকে পর্দায় নিজের অভিনয় নিয়ে সেই পরীক্ষানিরীক্ষায় আরও মনোযোগী হয়েছেন। ছাপ্পান্ন বছরেও তাই নতুন করে সিক্স-প্যাক অ্যাবসে তাঁকে দেখে এখনও বিমোহিত হয়ে পড়েন অনুরাগীরা। ‘জওয়ান’-এর ফার্স্টলুকেও ভিন্ন মেজাজেই দেখা গিয়েছে তাঁকে।
২০২১ সালে ‘জওয়ান’ ছবির শুটিং শুরু হয়। তারপর বেশ কয়েক দফায় দেশের বিভিন্ন জায়গায় শুটিং হয়েছে। মাসখানেক আগে আবারও ছবির শুটিংয়ে যোগ দেন শাহরুখ। তিনি ছাড়াও ছবিতে বিজয় সেতুপতি, নয়নতারা, প্রিয়মণির মতো তারকা রয়েছেন। তাঁদের আতিথেয়তায় বেজায় মুগ্ধ কিং খান। সেই কারণেই শুটিং শেষ হওয়ার পর শুক্রবার রাতে টুইটারে লেখেন, “তিরিশটা দিন দারুণ কেটেছে। সেটে থালাইভা (সম্ভবত রজনীকান্ত)এসেছিলেন… নয়নতারার সঙ্গে সিনেমা দেখেছি, অনিরুদ্ধ রবিচান্দেরের (সংগীত পরিচালক) সঙ্গে পার্টি করেছি, বিজয় সেতুপতির সঙ্গে গভীর আলোচনা সেরেছি… অভিনেতা বিজয় আমায় দারুণ খাবার খাইয়েছেন। অ্যাটলি আর প্রিয়াকে এই আতিথেয়তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার আমায় চিকেন ৬৫ রান্না করা শিখতে হবে।”
উল্লেখ্য, মশলা দিয়ে তৈরি মুরগীর মাংসের পদ চিকেন ৬৫। দাক্ষিণাত্য থেকে তার জনপ্রিয়তা শুরু হয়। তারপর সারা দেশেই এই খাবার ছড়িয়ে পড়ে। এমনিতে শাহরুখের পছন্দের খাবারের তালিকায় চিকেন প্রথম সারিতে। শোনা যায়, কাবাব বড্ড প্রিয় কিং খানের। এবার তিনি হলেন ‘চিকেন ৬৫’-এর অনুরাগী। সেই কারণেই নতুন এই পদের রান্না শিখতে চাইছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.