Advertisement
Advertisement
Jawan Movie

ফের মুখোমুখি শাহরুখ-বিজয় সেতুপতি, অ্যাটলির পরের ছবিতে বড় চমক!

জওয়ান ২ -এর প্রস্তুতি নিচ্ছেন অ্যাটলি?

After Jawan Atlee Announce new movie with Shahrukh Khan and vijay sethupathi| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:September 20, 2023 7:03 pm
  • Updated:September 20, 2023 8:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে জওয়ান ঝড় চলছে, চলবে। ইতিমধ্য়েই সাড়ে সাতশো কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবি। ঠিক এই সময়ই অ্য়াটলির মুখে বড় ঘোষণা। এক সংবাদমাধ্যমে ‘জওয়ান’ পরিচালক জানালেন, পরের ছবির চিত্রনাট্য রেডি। এবার আর খলনায়ক নয়, শাহরুখের বিপরীতে আর এক নায়ক থাকবেন বিজয় সেতুপতি। এক নতুন ধরনের গল্প বলবেন অ্য়াটলি। তবে ছবি নিয়ে এখনই কিছু ফাঁস করতে চান না পরিচালক।

‘জওয়ান’-এর মুক্তির আগে থেকেই ‘জওয়ান ২’র (Jawan 2) কথা শোনা যাচ্ছিল। এই প্রসঙ্গে এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অ্যাটলি বলেন, “আমার প্রত্যেক ছবির শেষে এমন কল্পনাকে প্রশ্রয় দেওয়া থাকে। তবে এখনও পর্যন্ত আমি কখনও কোনও ছবি সিক্যুয়েল করার কথা ভাবিনি। জওয়ান-এর কথা যদি বলতে হয় তাহলে যদি তেমন কোনও ভাল গল্প পাই তাহলে অবশ্যই পার্ট ২-এর কথা ভাবব।”

Advertisement

[আরও পড়ুন: ধর্মে বহুদূর, আম্বানিতে মিলায়…! মুকেশ-নীতার গণেশ পুজোয় আরতি শাহরুখের, দেখুন]

এরপরই আবার জনপ্রিয় দক্ষিণী পরিচালক বলেন, “এ ছবিতেও তো আমি ভবিষ্যতের আভাস রেখেছি। এখন অথবা পরে সিক্যুয়েল নিয়ে আসতেই পারি। আর একদিন না একদিন আমি অবশ্যই ‘জওয়ান’-এর সিক্যুয়েল নিয়ে আসব।”

বিক্রম রাঠোরের চরিত্র নিয়েও অ্যাটলিকে প্রশ্ন করা হয়। সেই প্রসঙ্গ পরিচালক বলেন, “বিক্রম রাঠোর আমার হিরো। হয়তো একদিন আমি এই চরিত্র নিয়ে একটা স্পিন-অফ করব। দেখা যাক।” উল্লেখ্য, শুধুমাত্র ভারতের আয় ধরলে ‘জওয়ান’ প্রায় ৪.৪০ কোটি টাকা আয় করে ফেলেছে বলেই খবর।

[আরও পড়ুন: চপ্পল পরে গণেশ পুজো! সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েও কটাক্ষের শিকার ফারহা খান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement