সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুতেই কমছে না ডিপফেক ভিডিওর আতঙ্ক। প্রথমে রশ্মিকা মান্দানা, তার পর আলিয়া, ক্যাটরিনা, কাজল। আর এবার ডিপফেকের শিকার হলেন বলিউডের ‘দেশিগার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া। তবে শুধুই ভিডিও নয়, সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে প্রিয়াঙ্কার ডিপফেক অডিও।
ব্যাপারটা একটু বিশদে বলা যাক। সোশাল মিডিয়ায় হঠাৎ করেই ভাইরাল হয়েছে প্রিয়াঙ্কার একটি অডিও ক্লিপ। যে অডিও ক্লিপটিকে ব্যবহার করা হয়েছে, তাঁর অন্য একটি ভিডিওতে। ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে সেই অডিওর সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে প্রিয়াঙ্কার কথা। ওই ক্লিপিংয়ে নিজের বার্ষিক আয়ের হদিশও দিয়েছেন পিগি চপস। যা কিনা একেবারেই ভুয়ো। তবে সাইবার মাধ্যমসূত্রে খবর, প্রিয়াঙ্কার এই অডিও ক্লিপ একেবারেই ডিপফেক প্রযুক্তিতে তৈরি।
সঙ্গত, নায়িকাদের ডিপফেক ভিডিও ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়। ডিপফেক এআই প্রযুক্তি দিয়ে তৈরি ভিডিও নতুন করে সাইবার ক্রাইমের প্রতি মানুষের ভয় বাড়িয়ে দিয়েছে। একের পর এক অভিনেত্রী এহেন বিকৃত প্রযুক্তির শিকার! সম্প্রতি এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.