Advertisement
Advertisement

Breaking News

Animal Advance Booking

Animal Advance Booking: OMG! এত দামে বিকোচ্ছে ‘অ্যানিম্যাল’-এর টিকিট, রণবীর কাপুরের ফিল্মি কেরিয়ারে রেকর্ড?

কলকাতায় 'অ্যানিম্যাল'-এর টিকিটের কত দাম জানেন?

Advance bookings for Ranbir's 'Animal' open, tickets priced high | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:November 25, 2023 6:31 pm
  • Updated:November 25, 2023 6:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পয়লা ঝলকেই ‘অ্যানিম্যাল’ শোরগোল ফেলে দিয়েছে। দুরন্ত ঝলকে রোমহর্ষক রণবীর কাপুর (Ranbir Kapoor)। বিশেষ করে, কাপুরনন্দনের লুক দেখে চমকে গিয়েছেন দর্শক অনুরাগীরা। ববি দেওলও কম যান না! সংলাপ খরচ না করেও শুধুমাত্র চোখেমুখে যে হিংস্র, ভয়াল রূপ ফুটিয়ে তুলেছেন, তা দেখে কনিষ্ঠ দেওলকে ‘শতাব্দীর সেরা ভিলেন’ আখ্যা দিয়েছে নেটপাড়া! ‘অ্যানিম্যাল’ (Animal) নিয়ে দর্শকমহলের এত মাতামাতি দেখে চড়া দামে বিক্রি হচ্ছে টিকিট।

হিংসা-প্রতিশোধ, রক্তাক্ত অতীত-ভবিষ্যতের সঙ্গে প্রেম-ভালোবাসার বন্য গল্পকে ট্রেলারে এমন রোমাঞ্চকরভাবে তুলে ধরেছে ‘অ্যানিম্যাল’, যা দেখে উত্তেজনায় ফুটছেন দর্শকরা। পয়লা ডিসেম্বরের অপেক্ষায় হা পিত্যেশ করছেন সকলে! তাই ২৫ নভেম্বর, শনিবার থেকে অগ্রীম বুকিং শুরু হতেই তোলপাড়। দিল্লি, মুম্বই-সহ দেশের একাধিক মেট্রো সিটিতে ‘অ্যানিম্যাল’-এর টিকিটের দাম উঠেছে ২২০০ টাকা অবধি। যা কিনা অবিশ্বাস্য! এদিকে কলকাতার দর্শকদের মধ্যে অবশ্য ‘অ্যানিম্যাল’ নিয়ে উত্তেজনা থাকলেও শহরের নামজাদা মাল্টিপ্লেক্সগুলোতে টিকিটের দাম ৩০০ টাকার মধ্যেই রয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ‘শতাব্দীর সেরা ভিলেন’, ‘অ্যানিমেল’ ট্রেলারে ভাই ববির দাপট দেখে উঠল সানির ঢায় কিলো কা হাত!]

Animal teaser: Ranbir Kapoor's baddie avatar in gritty drama promises bloody ride

প্রসঙ্গত, এর আগে রণবীর কাপুরের কোনও সিনেমার টিকিট এত চড়া দামে বিক্রি হয়নি বলেই খবর। অতিমারী উত্তর পর্বে বিগ বাজেট ব্রহ্মাস্ত্র দারুণ ব্যবসা করলেও টিকিটের দাম এক হাজারের উপর ছিল না কোথাও। অন্যদিকে, ‘সামশেরা’ ডাহা ফ্লপ! কিন্তু ‘অ্যানিম্যাল’ সিনেমার দৌলতে অভিনেতা রণবীর যে ‘রকস্টার’-এর পর ফের ঝাঁজালো অবতারে ফিরছেন, তা বলাই বাহুল্য। অগ্রীম বুকিংয়ের নীরিখে ‘অ্যানিম্যাল’ যে রণবীর কাপুরের ফিল্মি কেরিয়ারে রেকর্ড গড়ে দিল, তা বলাই বাহুল্য।

[আরও পড়ুন: ‘আমায় মুক্ত করো’, বিছানায় উন্মুক্ত শরীরে বাংলা আওড়াচ্ছেন আয়ুষ্মান, সৌরভের বায়োপিকের প্রস্তুতি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement