ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা মোটেও ভালো যাচ্ছে না অদ্রিজা রায়ের। সম্প্রতি বড়সড় প্রতারণার শিকার হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী।
জানা গিয়েছে, আর্থিক প্রতারণার শিকার হয়েছেন অভিনেত্রী অদ্রিজা রায়। ছ’লক্ষেরও বেশি টাকা খুইয়েছেন অভিনেত্রী। তবে শুধু তিনি নন, এই তালিকায় রয়েছেন অঙ্কিতা লোখান্ডে, আয়ুষ শর্মা, তেজস্বী প্রকাশ, জয় ভানুশালী-সহ অভিনয় জগতের ২৫ জন তারকা। কীভাবে ঘটল এমন ঘটনা?
জানা গিয়েছে, গত বছর একটি এনার্জি ড্রিঙ্কের বিজ্ঞাপনের কাজ করেছিলেন অদ্রিজা-সহ বাকি অভিনেতারা। শুটিং হয়েছিল আগস্ট মাসে। শুটিংয়ের পর অভিনেতারা অল্প কিছু পারিশ্রমিক পেলেও বাকি রয়ে গিয়েছে বেশির ভাগ অর্থই। অভিযোগ, এরপর সংযোগকারী সংস্থা টাকা দেওয়ার একাধিকবার আশ্বাস দিলেও টাকা পাওয়া যায়নি। এমনকী তাদের দেওয়া চেকও একের পর এক বাউন্স করতে থাকে। এরপরই অভিনেতা-অভিনেত্রীরা পুলিশের দ্বারস্থ হন।
চেম্বুর পুলিশের কাছে গোটা ঘটনা জানান তাঁরা। ২৫ জন শিল্পীর সঙ্গে প্রায় দেড় কোটি টাকার প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছে। অভিনেতাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।
এই ঘটনার আগেও অদ্রিজার সঙ্গে আরও একটি অঘটন ঘটে। সম্প্রতি বন্ধুর সঙ্গে বিদেশে বেড়াতে গিয়েও আর্থিক ক্ষতির মুখে পড়েন অভিনেত্রী। তবে এত কিছু খারাপের মধ্যেও অভিনেত্রী ‘অনুপমা’ ধারাবাহিকে তাঁর কাজ চালিয়ে যাচ্ছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.