Advertisement
Advertisement

Breaking News

Adnan Sami

‘আলবিদা’ লিখে ইনস্টাগ্রাম থেকে সমস্ত পোস্ট মুছলেন আদনান সামি, কিন্তু কেন?

মঙ্গলবার আচমকা এই কাণ্ড ঘটান গায়ক-সুরকার।

Adnan Sami writes 'Alvida' on Instagram after deleting all other posts | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:July 19, 2022 8:42 pm
  • Updated:July 19, 2022 8:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইনস্টাগ্রাম থেকে আচমকা সমস্ত পোস্ট ডিলিট করে দিলেন আদনান সামি (Adnan Sami)। শুধু একটি মাত্র পোস্ট রেখেন গায়ক। আর সেই পোস্টে লেখা ‘আলবিদা’ অর্থাৎ বিদায়। গায়কের এমন পোস্টেই তোলপাড় সোশ্যাল মিডিয়া।

Adnan-Sami-1

Advertisement

মঙ্গলবার আচমকা এই কাণ্ড ঘটান আদনান সামি। টুইটারে তাঁর যাবতীয় পোস্ট রয়েছে। সোমবার সেখানে প্রয়াত শিল্পী ভূপিন্দর সিংয়ের ছবি শেয়ার করে শোকপ্রকাশ করেছেন। কিন্তু ইনস্টাগ্রামে আদনানের আর কোনও পোস্টের অস্তিত্ব নেই।  সেখানে শুধু এই ‘আলবিদা’ শব্দটি লেখা। 

Adnan-Sami-insta

[আরও পড়ুন: সিনেমা নয়, ওয়েব সিরিজ দিয়ে বলিউডে পা রাজ চক্রবর্তীর! মুখ্য চরিত্রে দক্ষিণী নায়িকা?]

কিন্তু কেন এমন কাজ করলেন আদনান? এ প্রশ্নের উত্তর এখনও পর্যন্ত জানা যায়নি। অনেকেই এর কারণ জানতে চেয়েছেন। অনেকে আবার জনপ্রিয় গায়ককে নিয়ে চিন্তা জাহির করেছেন। ‘আলবিদা’ লেখাটি একটি মোশন দিয়ে পোস্ট করেছেন আদনান। তা দেখে কেউ কেউ আবার মনে করছেন, এটি সংগীতশিল্পীর নতুন কোনও গান বা অ্যালবামের ঘোষণার আগের চমক হতে পারে। 

Adnan-Sami-2

লন্ডনে জন্ম আদনান সামির। তার বাবা ছিলেন পাকিস্তানের প্রাক্তন সেনা অফিসার। তবে আদনানের পড়াশোনা ব্রিটেনেই। পাকিস্তানি ভিসা নিয়ে ভারতে এসে বলিউডে কাজ শুরু করেন আদনান। ২০১৫ সালে সেই ভিসা এক্সপায়ার হয়ে যাওয়ার পর ভারতের নাগরিক হওয়ার আবেদন জানান তিনি। তা মঞ্জুর হয় এবং ২০১৬ সালের পয়লা জানুয়ারি থেকে এদেশে থাকতে শুরু করেন আদনান। এর জন্য তাঁকে সমালোচিতও হতে হয়েছিল। কিন্তু নিন্দুকদের তোয়াক্কা না করে নিজের পথে এগিয়ে গিয়েছেন আদনান। দু’শো কেজির বেশি ওজন ছিল তাঁর। তা ৭৫ কেজিতে কমিয়ে এনেছেন। আদনানের এই ভোলবদল দেখে খুশি অনুরাগীরা। গায়ক-সুরকারের ইনস্টাগ্রামের পোস্ট মুছে ফেলার রহস্যও খুব শিগগিরিই ভেদ হবে বলে আশাবাদী তাঁরা।  

[আরও পড়ুন: মাদক মামলা অতীত, ফের নাইট ক্লাবে পার্টি শাহরুখপুত্র আরিয়ান খানের, দেখুন ভিডিও

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement