Advertisement
Advertisement

Breaking News

Aditya Singh Rajput

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে নাইটক্লাবে জমিয়ে পার্টি আদিত্যর! অভিনেতার শেষ পোস্ট ঘিরে জল্পনা

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেতার ইনস্টাগ্রামের শেষ পোস্ট।

Aditya Singh Rajput was enjoying with friends at house bar hours before his death| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:May 23, 2023 9:47 am
  • Updated:May 23, 2023 9:49 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার মুম্বইয়ের ফ্ল্য়াটের বাথরুম থেকে উদ্ধার হয় অভিনেতা আদিত্য সিং রাজপুতের মরদেহ। রটে যায়, অতিরিক্ত মাদক সেবনের জন্য়ই মৃত্যু হয় তাঁর। তবে অতিরিক্ত মাদক সেবন নাকি অভিনেতা আদিত্য় সিং রাজপুতের মৃত্যুর নেপথ্য়ে রয়েছে অন্য় কোনও কারণ! তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। অন্তত, আদিত্যর নিকট বন্ধুরা অতিরিক্ত মাদক সেবনের তথ্যকে ভ্রান্ত বলেই মনে করছেন। বন্ধুদের দাবি, কোনও দুর্ঘটনার কবলে পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন আদিত্য। ইতিমধ্য়েই ঘটনার তদন্তে নেমে পড়েছে পুলিশ। ঠিক এই সময়ই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, অভিনেতার ইনস্টাগ্রামের শেষ পোস্ট। যেখানে দেখা গিয়েছে, রবিবারের রাতে অভিনেতা আদিত্য নাইটক্লাবে পার্টি করছিলেন বন্ধুদের সঙ্গে। রবিবার রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেতা লিখেছিলেন ‘সানডে উইথ বেস্টি!’

উল্লেখ্য, মডেল হিসেবেই মুম্বইতে কেরিয়ার শুরু করেছিলেন আদিত্য সিং রাজপুত। বেশ কিছু হিন্দি ধারাবাহিকের পাশাপাশি ৩০০টি বিজ্ঞাপনেও তাঁকে দেখা গিয়েছে। অংশ নিয়েছিলেন ‘স্পিটসভিলা ৯’, ‘আওয়াজ সিজন ৯’, ‘ব্যাড বয় সিজন ৪’-এর মতো শোগুলিতে। কাস্টিং কোঅর্ডিনেটর হিসেবে বেশ কয়েকটা নামকরা প্রযোজনা সংস্থার সঙ্গেও ওঠাবসা ছিল আদিত্যর।

Advertisement

[আরও পড়ুন: বিতর্ক ছাপিয়ে বক্স অফিসে কেল্লাফতে! ২০০ কোটির ক্লাবে ‘দ্য কেরালা স্টোরি’]

তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া বিনোদুনিয়ায়। মাত্র ৩২ বছর বয়সে আদিত্যর প্রয়াণ অনেককেই সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর কথা মনে করিয়ে দিয়েছে।

[আরও পড়ুন: পরনে বেনারসি, হাতে শাঁখাপলা, কনের সাজে শোলাঙ্কি! ফের বিয়ে অভিনেত্রীর?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement