Advertisement
Advertisement

Breaking News

Aditya Roy Kapur

অনন্যাই মনের মানুষ! ব্রেকআপের গুঞ্জন উড়িয়ে চাঙ্কিকন্যার সঙ্গে ছবি পোস্ট আদিত্যর

সোশাল মিডিয়ায় অনন্যাকে নিয়ে কী লিখলেন আদিত্য?

Aditya Roy Kapoor post photo with Ananya Pandey
Published by: Akash Misra
  • Posted:May 11, 2024 9:58 am
  • Updated:May 11, 2024 9:59 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনন্যা-আদিত্যর ব্রেকআপের খবরে বলিউড তোলপার। জোর গুঞ্জন অনন্য়াকে ছেড়ে আদিত্য নাকি সারা আলি খানের মজেছেন! রাতভর নাকি পার্টিও করেছেন সইফকন্যার সঙ্গে! কিন্তু এসব বিতর্কের জল বেশি গড়ানোর আগেই আদিত্য় ফিরলেন। সোশাল মিডিয়ায় অনন্যার সঙ্গে ছবি পোস্ট করে আদিত্য যেন বুঝিয়ে দিলেন, অনন্য়াই তাঁর মনের মানুষ!

তবে নিন্দুকরা বলছেন, এই ছবি পোস্ট নাকি একেবারেই পেশাদার কারণে। একটি সানগ্লাস ব্র্যান্ডের প্রচারের জন্যই নাকি এই ছবি পোস্ট করতে বাধ্য হয়েছেন আদিত্য। তবে প্রেম, ব্রেকআপ, বিরহ নিয়ে কোনও কথা বলতে চাননি আদিত্য বা অনন্যা কেউই।

Advertisement

বলিউডে রটে যাওয়া খবর অনুযায়ী, দুবছর একটানা প্রেম করে সদ্য নাকি আদিত্য ও অনন্যা নাকি ব্রেকআপ করেছেন। এমনকী, এই ঘটনা প্রসঙ্গে সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্টও করেছেন অনন্যা। আর এবার হঠাৎই করেই সোশাল মিডিয়ায় ভাইরাল হল সারা ও আদিত্যর কাণ্ড। নেটদুনিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে সারার সঙ্গে রাতভর পার্টিতে মজে রয়েছেন আদিত্য। এমনকী, তাঁর হাসিমুখ দেখে কোথাও বোঝা যাচ্ছে না, তিনি অনন্যার সঙ্গে সদ্য ব্রেক আপ করেছেন। নিন্দুকরা বলছেন, এবার হয়তো আদিত্যর নজর সারার দিকে! তবে এই ছবি নিয়ে কিন্তু মুখে কুলুপ এঁটেছেন সারা আলি খান।

[আরও পড়ুন: ফের মা হচ্ছেন একতা কাপুর? জল্পনা তুঙ্গে ]

দেড় মাস আগেও অনন্ত আম্বানির জামনগরের অনুষ্ঠানে জুটিতে গিয়েছিলেন। বলিউডের সমস্ত হাইপ্রোফাইল পার্টিতেও একসঙ্গে নজর কাড়তেন আদিত্য-অনন্যা (Aditya Roy Kapur, Ananya Panday)। একসঙ্গে ছুটিও কাটিয়েছেন বিদেশে বহুবার। এমনকী চাঙ্কিকন্যাকে দেখলেই রসিকতা করে ‘নাইট ম্যানেজার’ আদিত্যর কথা জিজ্ঞেস করতেন পাপারাজ্জিরা। প্রথমটায় রাখঢাক করলেও পরে একেবারে খুল্লামখুল্লা প্রেমের জোয়ারে ভেসেছিলেন তারকাজুটি। তবুও কেন আদিত্য-অনন্যার ২ বছরের সম্পর্কে ভাঙন?

[আরও পড়ুন: শাহরুখের আগে ‘মন্নত’ কেনার প্রস্তাব পেয়েছিলেন সলমন! কেন কিনলেন না ভাইজান? ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement