Advertisement
Advertisement
Alia Bhat Ranbir Kapoor Katrina Kaif Deepika

এবার এক ছবিতে ক্যাটরিনা, দীপিকা ও আলিয়া, নায়ক কি রণবীর কাপুর? বড় চমক আদিত্য চোপড়ার

কবে মুক্তি পাবে এই ছবি?

Aditya Chopra to expand YRF's Spy Universe with Alia Bhatt as lead| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:July 14, 2023 12:39 pm
  • Updated:July 14, 2023 2:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের পর্দায় এবার বড় চমক দিতে তৈরি পরিচালক আদিত্য চোপড়া। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, নতুন এক স্পাই ইউনিভার্স ছবিতে বলিউডের তিন সুন্দরী ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাটকে কাস্ট করতে চলেছেন আদিত্য। যশরাজ ফিল্মসের ব্যানারেই তৈরি হতে চলেছে এই ছবি। তবে স্টারকাস্ট ফাইনাল হয়ে গেলেও, এই ছবি নিয়ে বিশদে কিছু জানাতে নারাজ আদিত্য। শোনা যাচ্ছে, গুপ্তচর নিয়ে আদিত্যর নতুন ছবির লিড কিন্তু আলিয়া ভাট। তবে বলিউডে রটেছে আরেকটি খবরও। জানা গিয়েছে, এই ছবিতে নাকি দেখা যেতে পারে রণবীর কাপুরকেও! দুই প্রাক্তন ক্যাট ও দীপিকা এবং ঘরনি আলিয়ার সঙ্গে এক ছবিতে যদি রণবীর থাকেন, তাহলে যে শোরগোল পড়ে যাবে, তা কিন্তু হিসেবে রেখেছেন আদিত্য়। হয়তো এইভাবেই নতুন বছরে নতুন চমক দিতে চাইছেন আদিত্য।

[আরও পড়ুন: ‘জওয়ান’-এর পয়লা ঝলকে নারী বাহিনীর হুংকার! ‘খুব খুশি গৌরী’, ফাঁস করলেন শাহরুখ]

‘পাঠান’ ছবির কল্যাণে বহু বছর পর সিনেপর্দায় একসঙ্গে জুটি বাঁধলেন সলমন ও শাহরুখ। দুই খানকে একসঙ্গে দেখে হইচই পড়ে গিয়েছিল সিনেমা হলে। আর এবার নতুন খবর, ‘ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স’-এর হাত ধরে এবার বলিউডের পর্দায় জুটি বাঁধতে চলেছেন ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোন। শোনা যাচ্ছে, ‘এক থা টাইগারে’র জোয়া আর পাঠানের রুবাইয়াকে নিয়ে নতুন এক ছবি প্ল্যান করছে যশরাজ ব্যানার। আর এই গুঞ্জনকে খোদ উসকে দিয়েছেন ক্যাটরিনা। পাঠান মুক্তির পর সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ পোস্ট দেন। যেখানে তাঁকে জোয়ার অবতারে দেখা গিয়েছে। তবে এই নতুন ছবির ব্যাপারে এখনও মুখ খোলেননি দীপিকা ও ক্যাটরিনা বা আলিয়া।

Advertisement

অন্যদিকে আলিয়া ব্যস্ত রয়েছেন তাঁর নতুন ছবি ”রকি অউর রানি কি প্রেম কাহানি” ছবির প্রচারে। এই ছবিতে রণবীর সিংয়ের সঙ্গে জুটি বেঁধেছেন আলিয়া।

[আরও পড়ুন: ‘আমি ভিলেন হলে…’, নতুন পোস্টারে বলিউড হিরোদের হুঁশিয়ারি বন্দুকবাজ ‘জওয়ান’ শাহরুখের!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement