Advertisement
Advertisement

Breaking News

Aditi Rao Hydari

নেই বিন্দুমাত্র মেকআপ, বিমানবন্দরে অদিতি রাও হায়দারি, চললেন কোথায়?

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অদিতির ছবি।

Aditi Rao Hydari at airport for this reason | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:May 23, 2023 4:45 pm
  • Updated:May 23, 2023 4:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেই বিন্দুমাত্র মেকআপ। হাওয়ায় উড়ছে চুল। পরনে কালো প্যান্ট আর ফ্লোরাল টপ। এভাবেই বিমানবন্দরে দেখা গেল অদিতি রাও হায়দরিকে (Aditi Rao Hydari)। কোথায় চললেন অভিনেত্রী? এই প্রশ্ন অনুরাগীদের মনে।

Aditi-Rao-Hydari-2

Advertisement

উত্তর দিয়েই দেওয়া যাক। মৌনী, উর্বশীরা যেখানে সৌন্দর্যের দ্যুতি ছড়াচ্ছেন। সেখাই যাচ্ছেন অদিতি। হ্যাঁ, কান চলচ্চিত্র উৎসবই (Cannes 2023) অভিনেত্রীর গন্তব্য। তার আগে বিমানবন্দরে পাপারাজ্জির ক্যামেরার সামনে পোজ দেন তিনি। অবশ্য, লুক ডিগ্ল্যাম হলেও অদিতিকে বেশ সুন্দর দেখাচ্ছিল, এমনটাই মত নেটিজেনদের।

[আরও পড়ুন: কলকাতার ক্যানসার আক্রান্ত বৃদ্ধার বাড়িতে খাবেন মাছের ঝোল-ভাত! কথা দিলেন শাহরুখ]

Cannes-এর রেড কার্পেটে গত বছর অদিতির অভিষেক হয়। ডিজাইনার সব্যসাচীর সাদা শাড়ি পরে নজর কেড়েছিলেন অভিনেত্রী। সেখানেও সাজের আতিশয্য বিশেষ ছিল না। তবে সাধারণের মধ্যেই অসাধারণ হয়ে উঠেছিলেন নায়িকা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aditi Rao Hydari (@aditiraohydari)

সিনেমার থেকে বেশি ওয়েব সিরিজে ইদানীং বেশি দেখা যাচ্ছে অদিতিকে। ‘জুবিলি’তে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের চরিত্র শ্রীকান্ত রায়ের স্ত্রী সুমিত্রাদেবীর ভূমিকায় অভিনয় করে পেয়েছেন প্রশংসা। ‘তাজ: দ্য রেইন অফ রিভেঞ্জ’ সিরিজে আনারকলি হিসেবেও নজর কেড়েছেন অভিনেত্রী।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aditi Rao Hydari (@aditiraohydari)

[আরও পড়ুন: সলমন ছাড়াও বিষ্ণোইয়ের হিট লিস্টে আরও ৯ জন! কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে চাঞ্চল্যকর তথ্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement