Advertisement
Advertisement
Aditi Munshi

‘কিছুতেই কথা বলতে পারছি না’, আচমকা কী হল অদিতি মুন্সির?

নভেম্বর মাসের সমস্ত শো বাতিল করতে বাধ্য হলেন শিল্পী।

Aditi Munshi cancelled her November shows due to this problem | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 21, 2023 2:10 pm
  • Updated:November 21, 2023 2:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থ অদিতি মুন্সি (Aditi Munshi)। নভেম্বর মাসের সমস্ত পূর্বনির্ধারিত অনুষ্ঠান বাতিল করে দিলেন সঙ্গীতশিল্পী তথা বিধায়ক। এর জন্য অনুষ্ঠানের কর্মকর্তা ও শ্রোতাবন্ধুদের কাছে আন্তরিকভাবে ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি। কিন্তু আচমকা কী হল গায়িকার?

Aditi-2

Advertisement

সোশাল মিডিয়ায় বিবৃতি দিয়ে নিজের অসুস্থতার কথা জানিয়েছেন অদিতি। শিল্পী লেখেন, “আমি দুঃখিত! ভেবেছিলাম পারব, কিন্তু মনের জোর বাধ সাধলো শরীরে। কিছুতেই কথা বলতে পারছি না। আসলে আমার গলার অবস্থা একদম ভালো না থাকার জন্য চিকিৎসকের কথা মতো এই মাসের সব অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হলাম।”

[আরও পড়ুন: এমি অ্যাওয়ার্ডস হাতছাড়া শেফালি, জিম সর্ভের, বিদেশের মাটিতে মুখ রাখলেন বীর দাস ও একতা কাপুর]

গতকাল অর্থাৎ ২০ নভেম্বর ডানকুনির ষষ্ঠীতলা উল্কা সংঘ ক্লাবে অনুষ্ঠান ছিল অদিতির। কিন্তু সেখানে যেতে পারেননি শিল্পী। এর পর ২২ নভেম্বর চন্দননগর, ২৩ নভেম্বর কনকপুর, ২৬ নভেম্বর বাজে কদমতলা ঘাট ও বাবুঘাটেও শিল্পীর অনুষ্ঠান ছিল। সবই বাতিল করতে হয়েছে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aditi Munshi (@official_aditimunshi)

বিবৃতিতে শ্রোতাদের গান শোনাতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেন অদিতি। তবে শিল্পীর বিশ্বাস খুব শিগগিরিই সুস্থ হয়ে তিনি নিজের শ্রোতাদের কাছে ফিরতে পারবেন এবং সবাই মিলে একসঙ্গে হরিনামে মেতে উঠবেন।

[আরও পড়ুন: ‘চোরদের সঙ্গে যুক্ত…’ রুদ্রনীলকে কটাক্ষ হিরণের, দুই তারকাকে ঘিরে বিজেপির অন্দরে জোর কোন্দল]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement