সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র দু’ দিন। ৪৮ ঘণ্টা পোহালেই প্রেক্ষাগৃহে পদার্পণ ‘আদিপুরুষ’-এর। তার প্রাক্কালেই এই সিনেমা নিয়ে দর্শকদের উন্মাদনা দেখার মতো। দিল্লি, মুম্বই-সহ দেশের মেট্রো সিটিগুলিতে চড়া দামে বিকোচ্ছে টিকিট। এমনকী, মুক্তির আগেই রেকর্ড ব্যবসা করে ফেলেছে প্রভাস-কৃতীর ছবি।
সূত্রের খবর, দিল্লি-মুম্বইয়ের প্রেক্ষাগৃহ থেকে মাল্টিপ্লেক্সের মালিকেরা ‘আদিপুরুষ’-এর টিকিট বিক্রি করে মাথা তুলতে পারছেন না! দ্রুত হারে বিকোচ্ছে টিকিট। প্রায় প্রতিটা হলের সব শো-ই হাউজফুল। মুক্তির দু’ দিন আর বক্সঅফিসের মার্কশিটের চিন্তা করতে হবে না নির্মাতাদের। উল্লেখ্য, দিল্লি-মুম্বইয়ে ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের জন্য ২০০০ টাকায় ‘আদিপুরুষ’-এর টিকিট কিনছেন অনুরাগীরা। অতঃপর মুক্তির আগেই সাড়ে ৫কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবি।
এখনও পর্যন্ত 3D শোয়ের অগ্রীম টিকিট বিক্রি হয়েছে ৩.৫০ কোটি টাকার। হিন্দিভাষী 3D শোয়েও ব্যবসা মন্দ নয়। প্রায় ৫০ লক্ষ টাকার। এখানেই ৪ কোটি টাকার ব্যবসা। পাশাপাশি তেলুগু বলয়ে 3D শোয়ের অগ্রীম বুকিংয়ে আয় হয়েছে আরও ১.০৬ কোটি টাকা। এখানেই শেষ নয়! বিদেশেও ‘আদিপুরুষ’ ঝড়। বলিউড সংবাদমাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যেই ১৬ হাজার ডলারের অগ্রীম টিকিট বুক হয়েছে দেশের বাইরে।
প্রসঙ্গত, এর আগে শোনা গিয়েছিল তেলুগু প্রযোজক অভিষেক আগরওয়ালের পথে হেঁটেই রণবীর কাপুর একাই নাকি ১০ হাজার টিকিট কিনে দুঃস্থ শিশুদের ‘আদিপুরুষ’ দেখার ব্যবস্থা করতে চলেছেন। এই সিনেমা যে তেইশের বলিউড বক্সঅফিসেও প্রভাব ফেলবে, তা বলাই বাহুল্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.