Advertisement
Advertisement
Adipurush

রাম-লক্ষণের গায়ে নেই পৈতে, সীতার সিঁথি খালি! ফের বিতর্কে ‘আদিপুরুষ’

হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাতের অভিযোগে বম্বে হাই কোর্টে দায়ের হল মামলা।

Adipurush in BIG Trouble After New Complaint Filed Over Poster of Prabhas, Kriti Sanon Starrer| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 5, 2023 5:07 pm
  • Updated:April 5, 2023 5:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমে রাবণ। আর এবার রাম,লক্ষণ, সীতা। ফের বিতর্কে জড়ালো প্রভাস ও কৃতী স্য়াননের নতুন ছবি আদিপুরুষ। তবে শুধু এবার বিতর্ক নয়। বরং ছবির পোস্টারে রাম,লক্ষণ সীতাকে ভুলভাবে দেখানোর জন্য আইনি জটিলতার মুখে পড়ল এই ছবি। খবর অনুযায়ী, সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাতের অভিযোগে বম্বে হাই কোর্টে দায়ের হল মামলা। অভিযোগ, ছবির পোস্টারে রাম ও লক্ষণের গায়ে পৈতে নেই, সীতার সিঁথিও খালি! দেবদেবীদের নিয়ে এরকম আচরণ মোটেই কাম্য নয়। মামলা করা হয়েছে ছবির পরিচালক ওম রাউত, প্রযোজক ভূষণ কুমারের নামে।
ভারতীয় দণ্ডবিধির ২৯৫ (এ), ২৯৮, ৫০০, ৩৪ ধারায় এফআইআর (FIR) দায়ের করা হয়। তাঁর অভিযোগ বলিউড নির্মাতারা ইচ্ছাকৃতভাবে এই ভুলগুলো করেছেন।

[আরও পড়ুন: ‘War 2’-এর নয়া চমক, এবার হৃতিকের সঙ্গে দ্বৈরথে দক্ষিণী সুপারস্টার এনটিআর জুনিয়র!]

প্রসঙ্গত, প্রভাস ও সইফ আলি খান (Saif Ali Khan) অভিনীত ‘আদিপুরুষ’ ছবির টিজার প্রকাশ্যে আসার পর থেকেই তুমুল সমালোচনার মুখে পড়েছেন ছবির পরিচালক ওম রাউত। রাবণের হাস্যকর রূপ এবং দুর্বল ভিএফএক্স দেখে সোশ্যাল মিডিয়ায় নানা ঠাট্টা শুরু। তবে শুধু ঠাট্টা নয়, সম্প্রতি রামমন্দিরের প্রধান পুরোহিতও রাবণের রূপ দেখে তার সঙ্গে মুঘল শাসকের তুলনা করেছেন। কেউ কেউ তো সইফের রাবণের রূপের সঙ্গে বাবর ও আলাউদ্দিন খিলজির মিলও খুঁজে পাচ্ছেন। এমনকী, ছবি নিষিদ্ধ করার ডাকও তুলেছিল রামমন্দিরের প্রধান পুরোহিত।

Advertisement

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ছবি নিয়ে নির্মাতারা আশাবাদী। কিন্তু বিতর্কের কারণে ভিএফএক্স-এর কাজ তাঁদের নতুন করে করতে হচ্ছে। শুধু সইফ নয়, ছবির আরও কিছু চরিত্রকে নতুন করে তৈরি করার কথা ভেবেছেন তাঁরা। ফলে পোস্ট প্রডাকশনের খরচ বেড়েছে আরও। খবর অনুযায়ী, ভুল সংশোধন করতে এখন প্রযোজনা সংস্থাকে খরচ করতে হবে ৩০ কোটি টাকা!

বিতর্ক নিয়ে মুখ খুলেছিলেন ছবির পরিচালত ওম রাউতও। তাঁর কথায়, ”রাবণ তো আসলে শয়তানের প্রতিরূপ। শয়তানদের তো এরকমই দেখতে হয়। শয়তানের চোখে লালসা থাকে। ঠিক যেমন রাবণের। আদিপুরুষে এরকমই রাবণকে ধরার চেষ্টা করা হয়েছে। আমাদের এতদিন ধরে দেখে আসা রাবণের থেকে অনেকাংশেই আলাদা এই রূপ। এটাই আমাদের চ্যালেঞ্জ ছিল। এই নিয়ে অযথা বিতর্কের মনে হয় প্রয়োজন নেই।’ ওম আরও জানালেন, ”সব সমালোচনা কানে এসেছে। সব কিছুই মাথায় রেখে এগোচ্ছি। যাঁরা এই ছবির টিজার দেখে সমালোচনা করছেন, তাঁদের বলব, ছবিটা পুরো দেখুন। হতাশ হবেন না।”

[আরও পড়ুন: নগ্ন ছবি পর্নসাইটে ছড়ানোর হুমকি! ‘শিবপুর’ সিনেমার প্রযোজকের মেল প্রকাশ করলেন স্বস্তিকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement