Advertisement
Advertisement

Breaking News

Adil Khan

অভিনেতা হওয়ার লোভেই রাখিকে বিয়ে? মুখ খুললেন প্রাক্তন স্বামী আদিল খান

কয়েকমাস আগে রাখির বিরুদ্ধে গোপন ভিডিও ফাঁসের অভিযোগ তুলে অম্বোলি থানায় এফআইআর দায়ের করেছিলেন আদিল।

Adil Khan Durrani Reveals If He Married Rakhi Sawant For Publicity
Published by: Akash Misra
  • Posted:April 3, 2024 12:26 pm
  • Updated:April 3, 2024 12:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদিল আর রাখির কাণ্ড যেন থেমেও থামছে না। এই যেমন, অনেকে মনে করেছিলেন রাখিকে ছেড়ে, বিগ বস প্রতিযোগীকে সোমি খানকে বিয়ে করায় হয়তো, রাখি বিতর্ক দূর হবে আদিলের জীবন থেকে। তবে আদিলের কপালে যেন শান্তি লেখাই নেই। তাঁর জীবনের ‘ড্রামা ক্যুইন’ রাখির ছায়া চলছে, চলবে!

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। কয়েকমাস আগে রাখির বিরুদ্ধে গোপন ভিডিও ফাঁসের অভিযোগ তুলে অম্বোলি থানায় এফআইআর দায়ের করেছিলেন আদিল। যদিও রাখি বারবার দাবি করেছেন প্রচারের আলোয় আসতেই আদিল নাকি তাঁকে এই বিয়ে করেছেন। এবার রাখির এমন মন্তব্য নিয়ে মুখ খুললেন আদিল স্বয়ং। তাঁর কথায়, ”হ্যাঁ আমি অভিনেতা হতে চেয়েছিলাম, সেটা সত্যি। রাখির হাত ধরে ইন্ডাস্ট্রির সঙ্গে পরিচয় হবে মনে করেছিলাম। ভেবেছিলাম ‘বিগ বস-এ যাব। কিন্তু তাঁর জন্য রাখিকে বিয়ে করার প্রয়োজন ছিল না। আসলে প্রচারটা দরকার ছিল রাখির। সেই কারণে রাখি শুধু বন্ধুত্ব না রেখে, বিয়েটা করে। আসলে ও সারাক্ষণ প্রচারে থাকতেই ভালবাসে। তবুও দেখুন এবারের লাস্ট সিজনে তো বিগ বসে যেতে পারল না। আসলে মানুষ এখন রাখির ড্রামা বুঝে গিয়েছে। ”

Advertisement

[আরও পড়ুন: ভোটপ্রচারে স্কুলের শিক্ষিকার দেখা পেলেন সায়নী, কী করলেন?]

প্রসঙ্গত, এক বিনোদনভিত্তিক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাখি আদিলের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন। জানান, তাঁর জন্য নয়, নিজের ইরানি প্রেমিকার জন্যই ছ’মাস জেলে ছিলেন আদিল। রাখির অভিযোগ, ভায়গ্রা জাতীয় ওষুধ খায় আদিল। যার প্রভাব চার ঘণ্টা পর্যন্ত থাকে। পুলিশও সেই ওষুধ পেয়েছে। ওষুধ খাওয়ার পর আদিলের অত্যাচার শুরু হতো। পায়ুকাম পর্যন্ত করেছে।

রাখির অভিযোগ, মধুচন্দ্রিমাতেও আদিলের বিকৃত কামের শিকার হয়েছেন তিনি। বাথরুমেও নাকি ছাড় পেতেন না তিনি। রাখি জানান, তাঁর একাধিক নগ্ন ভিডিও আদিলের কাছে রয়েছে। এরপরই আবার সাংবাদিককে মোবাইল দেখিয়ে বলেন, “এই দেখুন ৪৭ লক্ষ টাকা ওর অ্যাকাউন্টে। এত্ত টাকায় নগ্ন ভিডিও বিক্রি করেছে আদিল।” নিজের বাড়িতে ধর্ষণের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন রাখি।

এর আগে আদিল বলেছিলেন, “রাখির মতো মহিলাদের সঙ্গে কথা বলাও বিপজ্জনক। সংবিধানে নারীসুরক্ষার যে আইন রয়েছে তা ব্যবহার করে যা খুশি তাই করতে পারে।” আদিলের অভিযোগ, আগের স্বামী রীতেশ সিংকে ডিভোর্স না দিয়েই তাঁকে নিকাহ করেছিলেন রাখি। অভিনেত্রী দাবি করেছিলেন, তিনি আদিলের থেকে সাত বছরের বড়। কিন্তু আদিলের দাবি তিনি রাখির থেকে ১৯ বছরের ছোট। ভিডিও কল সেশনে রাখি তাঁর নগ্ন ভিডিও শুট করেছিল বলেও অভিযোগ আনেন আদিল।

[আরও পড়ুন: বারবার বিয়ে ভেঙেছে! এবার নীলম উপাধ্যায়কে মন দিয়েছেন প্রিয়াঙ্কার ভাই, কে এই তরুণী?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement