সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড আজব জায়গা। যেখানে বন্ধুত্ব-শত্রুতা সময়ের উপর নির্ভরশীল। সময়ের ফেরেই বর্তমান বন্ধু প্রাক্তন হয়ে যেতে পারে, আবার প্রাক্তন শত্রু বর্তমান বন্ধু হয়ে যেতে পারে। বি-টাউনে এমন উদাহরণ একাধিক রয়েছে। ব্যতিক্রম নন শেখর সুমনের পুত্র অধ্যয়ন সুমনও (Adhyayan Suman)। কিছুদিন আগেই সুশান্ত (Sushant Singh Rajput) মামলার প্রেক্ষিতে বলিউডের ক্ষমতাশালীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য প্রাক্তন প্রেমিকা কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন টুইটারে। অথচ এই কঙ্গনার বিরুদ্ধেই ২০১৬ সালের এক সাক্ষাৎকারে তাঁকে মাদক সেবনের প্রস্তাব দেওয়ার অভিযোগ এনেছিলেন শেখরপুত্র।
“#KanganaRanaut asked me to take #Cocain but I refused. We did have Hash (Drug) 4-5 times”: #AdhyayanSuman (2016 Interview)
To all the bots, Cocain is not a cold drink like Coca Cola, it’s a drug. And it’s ILLEGAL.
— Aavishkar (@aavishhkar) August 29, 2020
২০১৬ সালে এক বেসরকারি বিনোদন ভিত্তিক সংবাদমাধ্যমকে দেওয়া অধ্যয়ন সুমনের সাক্ষাৎকারের ভিডিওটি নতুন করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে অধ্যয়নকে কঙ্গনার উদ্দেশে বলতে শোনা যাচ্ছে, নায়িকা হ্যাশের নেশা করতেন। একবার নাকি তাঁকে কোকেনও অফার করেছিলেন। যা অধ্যয়ন নিতে রাজি হননি। তবে চার-পাঁচবার হ্যাশের নেশা করার কথা স্বীকার করেছিলেন। সাক্ষাৎকারে অধ্যয়ন এও বলেছিলেন তিনি এরপর আর এবিষয়ে কোনও কথা বলবেন না। কঙ্গনা নিজের মতো বাঁচুক, উন্নতি করুক। তিনি নিজের মতো থাকতে চান। কিছুদিন আগেই বলিউডের মাদক যোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন খোদ কঙ্গনা। রণবীর সিং, রণবীর কাপুর, ভিকি কৌশল, অয়ন মুখোপাধ্যায়ের মাদক পরীক্ষার দাবি তুলেছিলেন। তারপরই অধ্যয়নের ভিডিওটি নতুন করে ভাইরাল হয়।
এদিকে সোশ্যাল মিডিয়ায় মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করে বসেন কঙ্গনা। তারপর থেকেই তোলপাড় গোটা মহারাষ্ট্র। নায়িকাকে মহারাষ্ট্রে প্রবেশ না করার পরামর্শ দিয়েছেন শিব সেনা নেতা সঞ্জয় রাউত (Sanjay Raut)। তাঁকে পালটা চ্যালেঞ্জ ছুড়ে টুইটার ভিডিওয় কঙ্গনা জানান ৯ সেপ্টেম্বর তিনি মহারাষ্ট্র ঢুকবেন। কারও কিছু করার থাকলে যেন করে নেয়।
संजय जी मुझे अभिव्यक्ति की पूरी आज़ादी है
मुझे अपने देश में कहीं भी जाने की आज़ादी है ।
मैं आज़ाद हूँ । pic.twitter.com/773n8XDESI— Kangana Ranaut (@KanganaTeam) September 6, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.