সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: #MeToo নিয়ে এখন সরগরম বলিউড। একের পর এক স্টার জড়াচ্ছেন #MeToo অভিযোগে। কিন্তু এতদিন পর্যন্ত শুধু পুরুষ সেলেব্রিটিদের বিরুদ্ধে অভিযোগ উঠছিল। এই প্রথম এক মহিলার বিরুদ্ধে উঠল #MeToo অভিযোগ। তিনি কঙ্গনা রানাউত।
[ সর্বসমক্ষে চুমু খেয়েছেন অদিতি মিত্তল, অভিযোগ মহিলা কমেডিয়ানের ]
নানা পাটেকর, অলোক নাথ, সাজিদ খান, অনু মালিক, বিকাশ বহেল, অভিজিৎ ভট্টাচার্য ও অমিতাভ বচ্চনের বিরুদ্ধে উঠেছে #MeToo-র অভিযোগ। যাঁরা অভিযোগ তুলেছিলেন, তাঁদের মধ্যে ছিলেন কঙ্গনা রানাউত। বিকাশ বহেলের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন তিনি। বলেছিলেন তাঁর পোশাকের ভিতর হাত ঢোকানোর চেষ্টা করেছিলেন পরিচালক। এবার কঙ্গনার বিরুদ্ধেই উঠল অভিযোগ। তুলেছেন অধ্যয়ন সুমন।
[ এবার #MeToo-তে অমিতাভ? নামী হেয়ার স্টাইলিস্টের টুইটে গুঞ্জন ]
দু’বছর আগেও কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন অধ্যয়ন সুমন। সেবার নিজের অভিজ্ঞতার কথা বলেছিলেন তিনি। অভিযোগ তুলেছিলেন, তাঁর উপর কালো জাদু করেছিলেন কঙ্গনা। এবার তিনি বললেন, ২০১৬ সালে তিনি যখন কঙ্গনার সঙ্গে সম্পর্কে ছিলেন, তখন কঙ্গনা তাঁর উপর শারীরিক অত্যাচার চালাতেন। এ নিয়ে অধ্যয়ন টুইটও করেন।
A lot of people asking me to share my #metoo story..iam sorry but when I did that 2 years ago I was shamed and humiliated…my parents whom I love the most had to listen to some obscene things on National tv ..I was clearly told that a guy with a failed career doesn’t
— adhyayen suman (@AdhyayanSsuman) October 12, 2018
#MeToo is a movement empowering men and women alike to come out in the open and speak up. My tweets were a way of reaching out to all the people who wanted to be heard and not to gain any publicity in this hot debacle.
I spoke up 2 years ago and I was shunned , criticised on— adhyayen suman (@AdhyayanSsuman) October 13, 2018
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.