Advertisement
Advertisement
The Kerala Story

বক্স অফিসে দারুণ সফল ‘দ্য কেরালা স্টোরি’, বিতর্ক এড়িয়ে শিববন্দনায় অভিনেত্রী আদা শর্মা

বিতর্ক সঙ্গী হলেও বেশ রমরমিয়ে চলছে ‘দ্য কেরালা স্টোরি’।

Adah Sharma shares video of her praying in a temple on birthday, thanks fans for support| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:May 11, 2023 6:48 pm
  • Updated:May 11, 2023 6:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে দারুণ সফল পরিচালক সুদীপ্ত সেনের ছবি ‘দ্য কেরালা স্টোরি’। এভাবে যে সফলতা আসবে তা ভাবতেই পারেননি এই ছবির অভিনেত্রী আদা শর্মা। বলা ভাল, ‘দ্য কেরালা স্টোরি’ই তাঁকে নতুন পরিচয় দিয়েছে। ছবির সাফল্য দেখে এতটাই খুশি আদা, যে বৃহস্পতিবার জন্মদিনে ঈশ্বরকে ধন্য়বাদ জানাতে শিব মন্দিরে পৌঁছে গেলেন তিনি। গোটা দিন কাটালেন শিববন্দনার মধ্য়ে দিয়েই। সেই ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করে অভিনেত্রী লিখলেন, ‘আমার শক্তির গোপন উৎস। যে শক্তি আমাকে সাহস জোগায় ফুলের তোড়া আর নিষেধাজ্ঞাকে একই সঙ্গে গ্রহণ করতে। সবাইকে ধন্যবাদ আমাকে আপন করে নেওয়ার জন্য’।

বিতর্ক সঙ্গী হলেও বেশ রমরমিয়ে চলছে ‘দ্য কেরালা স্টোরি’। বক্সঅফিসে ভালই আয় ছবির। সাফল্যে খুশি অভিনেত্রী আদা শর্মা।

Advertisement

[আরও পড়ুন: অগণতান্ত্রিক! বাংলায় ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ হওয়া নিয়ে গর্জে উঠলেন সেন্সর বোর্ডের সদস্য]

আদা ইনস্টাগ্রামে লিখেছিলেন, “ছবি দেখার মাঝে প্রেক্ষাগৃহে দাঁড়িয়ে হাততালি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ছবি নিয়ে কথা বলেন। সমালোচক থেকে দর্শক সকলেই অভিনয়ের প্রশংসা করেছেন। বারবার হাউসফুল মেসেজও পেয়েছি। আমি কখনও এত কল্পনা করিনি। আমার স্বপ্ন যেন সত্যি হল।” অনেকেই ‘দ্য কেরালা স্টোরি’কে অতিরঞ্জিত বলে দাবি করেন। সে প্রসঙ্গে আদা লেখেন, “অনেকেই বলেছেন ছবিটি আসলে অতিরঞ্জিত। আমার বিনীত অনুরোধ ISIS এবং Brides এই দু’টো শব্দকে গুগলে সার্চ করুন। হয়তো বুঝবেন এই ছবির বিষয়বস্তু কতটা সত্যি।”

[আরও পড়ুন: ‘ওরা আমার মেয়েকেও ছাড়েনি!’ ‘দ্য কাশ্মীর ফাইলসে’র স্মৃতি ফেরালেন বিবেক অগ্নিহোত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement