Advertisement
Advertisement

Breaking News

Adah Sharma

‘সেটে আগে ডেকে…’, ফিল্ম ইন্ডাস্ট্রির লিঙ্গবৈষম্য নিয়ে বিস্ফোরক ‘রাতারাতি স্টার’ হওয়া আদা

ফিল্ম ইন্ডাস্ট্রির লিঙ্গবৈষম্য নিয়ে মুখ খুললেন 'দ্য কেরালা স্টোরি' অভিনেত্রী।

Adah Sharma open up on gender discrimination in film industry | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:May 28, 2023 5:33 pm
  • Updated:May 28, 2023 5:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘দ্য কেরালা স্টোরি’র সুবাদে আদা শর্মা বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে। দিন কয়েক আগেই অভিনেত্রীর মোবাইল নম্বর ফাঁস হওয়া নিয়ে কেলেঙ্কারি কাণ্ড বেঁধেছিল। সেসব সমস্যা যদিও মিটেছে, তবে আপাতত অন্য় এক কারণে আদা শর্মার খবরের শিরোনামে। ফিল্ম ইন্ডাস্ট্রির লিঙ্গবৈষম্য নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

ঠিক কী ঘটেছে? ‘দ্য কেরালা স্টোরি’ অভিনেত্রীর অভিযোগ, সেটে নায়কদের আগে নায়িকাকে কলটাইম দেওয়া হয়। হিরোরা না আসা অবধি ঠায় পায়ে বসিয়ে রাখা হয় অভিনেত্রীদের। উল্লেখ্য, এযাবৎকাল হিন্দি, তামিল, তেলুগু এবং মালয়ালম সিনেমাতেও অভিনয় করেছেন আদা শর্মা। এবার তাঁর অভিনীত ‘দ্য কেরালা স্টোরি’ বক্সঅফিসে ২৫০ কোটি আয় করার পর রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: বলিউড ব্যস্ত IIFA-য়! তীর্থে মন অক্ষয়ের, কেদারনাথের পর গেলেন বদ্রীনাথে]

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী দাবি করেন যে, এই প্রথম বলিউডের কোনও নারীকেন্দ্রিক ছবি ২০০ কোটির বেশি ব্যবসা করতে পেরেছে। সেই সঙ্গে ফিল্ম ইন্ডাস্ট্রির লিঙ্গবৈষম্য নিয়েও বিস্ফোরক আদা শর্মা। তাঁর মন্তব্য়, “সব জায়গাতেই ভালো-খারাপ দেখেছি। তবে এটা দেখে খুব অবাক লেগেছিল যে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে নায়িকাদের আগে কলটাইম দেওয়া হয়। তারপর তাঁদের বসিয়ে রেখে ওদিকে হিরোদের ম্যানেজারকে ফোন করে বলা হয়, হিরোইন তো এসে গিয়েছে, হিরোকে এবার আসতে বলুন। এই লিঙ্গবৈষম্যের বিষয়টাই আমার অপছন্দের। এরকম পরিবেশে কাজ করতে আমার ভাল লাগে না।” 

[আরও পড়ুন: রিসেপশনে বিহুর তালে নাচ আশিস-রুপালির, বিরিয়ানিতে জম্পেশ উদরপূর্তি, দেখুন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement