Advertisement
Advertisement
Zeenat Aman

নিম্নাঙ্গে নামমাত্র কাপড়, উন্মুক্ত বক্ষবিভাজিকা, পুরনো ছবিতেই নেটদুনিয়ায় ঝড় জিনাত আমানের

এভাবেও গরমকে টেক্কা দেওয়া যায়, মত ৭১ বছরের অভিনেত্রীর।

Actress Zeenat Aman drops bold Pic from the film 'Satyam Shivam Sundaram' | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:June 9, 2023 3:22 pm
  • Updated:June 9, 2023 3:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময় যখন তাঁর ছিল, ক্যামেরার সামনে আগুন ঝরাতেন। সেই স্মৃতি এবার নেটদুনিয়ায় ফেরালেন জিনাত আমান (Zeenat Aman)। শেয়ার করলেন ‘সত্যম শিবম সুন্দর’ ছবির অদেখা ছবি। তাতেই ফের উষ্ণতা ছড়ালেন ৭১ বছরের অভিনেত্রী।

Satyam Shivam Sundaram

Advertisement

“ইট’স হট, হট, হট… রূপার ছবি থেকে আন্দাজ করতেই পারেন…এভাবেও গরমকে টেক্কা দেওয়া যায়। কী বলেন?”, ক্যাপশনে একথা লিখেই ছবিটি আপলোড করেছেন জিনাত। যাতে অভিনেত্রীকে মাদুরের উপর শুয়ে থাকতে দেখা যাচ্ছে। নিম্নাঙ্গে নামমাত্র কাপড় রয়েছে তাঁর। উর্ধাঙ্গের পোশাকে অনাবৃত বক্ষবিভাজিকা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Zeenat Aman (@thezeenataman)

[আরও পড়ুন: জ্বলছে মণিপুর, মৃত্যুমুখে মা-বাবা! উড়েছে রাতের ঘুম, অভিনেত্রীর প্রশ্ন, ‘বলিউড চুপ কেন?’]

রাজ কাপুরের পরিচালনায় ‘সত্যম শিবম সুন্দরম’ ছবিতে অভিনয় করেছিলেন জিনাত। সে সময়ও তাঁর অভিনয়ের চাইতে পোশাক নিয়েই চর্চা বেশি হয়েছিল। সে বিষয়েও ইনস্টাগ্রামে মতামত জানিয়েছিলেন অভিনেত্রী। ফেব্রুয়ারি মাসে এই একই সিনেমার আরেকটি ছবি পোস্ট করেছিলেন ৭১ বছরের অভিনেত্রী। জানিয়েছিলেন, ক্যামেরার সামনে শরীর দেখানো নিয়ে তাঁর কোনওদিনই কোনও সমস্যা ছিল না।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Zeenat Aman (@thezeenataman)

স্ক্রিনটেস্ট দিয়ে ছবিতে সুযোগ পেয়েছিলেন জিনাত। ‘জাগো মোহন প্যায়ারে’ গানে লালপেড়ে সাদা শাড়ি গায়ে জড়িয়ে পারফর্ম করেছিলেন। সেই ভিডিও স্টুডিওতে ডিস্ট্রিবিউটরদের দেখিয়েছিলেন রাজ কাপুর। তা দেখেই ছবিটি বুক করে ফেলেছিলেন ডিস্ট্রিবিউটাররা।

[আরও পড়ুন: ‘বড্ড কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি’, কাজলের ‘কালো পোস্টে’ তোলপাড় বলিউড]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement