Advertisement
Advertisement
স্বস্তিকা মুখোপাধ্যায়

মেসেজে কুপ্রস্তাব যুবকের, যোগ্য জবাব দিলেন স্বস্তিকা

কী লিখলেন স্বস্তিকা?

Actress Swatika Mukherjee slams her follower Sudip Dutta
Published by: Sayani Sen
  • Posted:October 8, 2019 11:08 am
  • Updated:October 8, 2019 11:11 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরাবর ঠোঁটকাটা হিসাবেই পরিচিতি রয়েছে তাঁর। সোজা কথা সহজভাবে বলতেই ভালবাসেন তিনি। সে কারণে অনেকের চক্ষুশূলও তিনি। তবে তাতে কিছুই যায় আসে না তাঁর। এক্কেবারে নিজের মতো করেই অপ্রিয় হলেও সত্যি বলতে পিছপা হননি কখনও। হ্যাঁ ঠিকই ধরেছেন। কথা হচ্ছে স্বস্তিকা মুখোপাধ্যায়কে নিয়ে। সুদীপ দত্ত নামে এক ফেসবুক ব্যবহারকারীর অশ্লীল প্রস্তাবের প্রতিবাদে নেটদুনিয়ায় সরব হলেন অভিনেত্রী। দিলেন যোগ্য জবাব।

[আরও পড়ুন: অভিনেতা বিশ্বজিতের বাড়ির পুজোয় ছেলে হৃতিককে নিয়ে হাজির রাকেশ রোশন]

সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকার আনাগোনা যথেষ্টই। তাঁর অনুরাগীর সংখ্যাও কম নয়। অভিনেত্রীকে মেসেজে নানা কথা লেখেন অনেকেই। ঠিক তেমনি স্বস্তিকার ফলোয়ার সুদীপ দত্ত নামে এক ফেসবুক ব্যবহারকারী। সম্প্রতি অভিনেত্রীকে মেসেজ করেন সুদীপ। ওই মেসেজের মাধ্যমে অভিনেত্রীর সঙ্গে রাত কাটানোর প্রস্তাব দেয় সে।

Advertisement

[আরও পড়ুন: তারকাখচিত রানি-কাজলদের পুজো, মহানবমীতে হাজির আলিয়া-হৃতিক]

এই অশ্লীল মেসেজ দেখে রেগে আগুন অভিনেত্রী। বরাবরের ঠোঁটকাটা স্বস্তিকা সুদীপকে চাঁচাছোলা ভাষায় যোগ্য জবাব দেন স্বস্তিকা। সুদীপের মেসেজের স্ক্রিনশট শেয়ার করে তিনি লেখেন, “Mr. Sudip Dutta has a long CV, is married and I guess is a socially accepted creature. But that doesn’t stop him to send such lovely messages. I am sure ওনার স্ত্রী এবং পরিবারের সবাই খুব সম্মানিত হবেন ওনার আসল চেহারা টা দেখে। Women are always judged, if they are actors then definitely they are sluts. Who will judge these men??”

[আরও পড়ুন: মহাষ্টমীতে অঞ্জলি দিয়ে ফের মৌলবাদীদের রোষের শিকার সাংসদ নুসরত]

তবে এই প্রথমবার নয়। এর আগেও স্তন নিয়ে কটাক্ষ করে স্বস্তিকাকে এক ফেসবুক ব্যবহারকারী কটাক্ষ করেন। তাকেও যোগ্য জবাব দিয়েছিলেন অভিনেত্রী। এবারের ঘটনা আরও একবার স্বস্তিকার সাহসিকতার প্রমাণ দিল তা বলাই যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement