Advertisement
Advertisement

Breaking News

Swastika Mukherjee

‘খুব অস্থির লাগছে, একটাও গালাগাল নেই, সমালোচনা নেই’, নিন্দুকদের বিদ্রুপ স্বস্তিকার

'২৪ বছর ধরে শুধু প্রেমের উপর আমার কেরিয়ার দাঁড়িয়ে...' কার উদ্দেশে মন্তব্য অভিনেত্রীর?

Actress Swastika Mukherjee gave befitting reply to trolls
Published by: Sandipta Bhanja
  • Posted:September 27, 2024 9:39 am
  • Updated:September 27, 2024 9:44 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর মরশুমে ‘টেক্কা’র (Tekka) রিলিজ। তার প্রাক্কালে প্রচারে ব্যস্ত স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। সম্প্রতি এক প্রচারের অনুষ্ঠানে গিয়ে বন্ধু সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) সঙ্গে অতীত সম্পর্ক নিয়ে খোলাখুলি মন্তব্য করেন তিনি। আর স্বস্তিকার সেই মন্তব্য নিয়েই নেটপাড়ায় কটাক্ষের অন্ত নেই। এমনকী অভিনেত্রীকে এও শুনতে হয়েছে যে, ‘টেক্কা’র প্রোমোশনের জন্যই তিনি নাকি আর জি কর আন্দোলনে শামিল হয়েছিলেন। এবার সেসব নিন্দুক, সমালোচকদের মোক্ষম জবাব দিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়।

অভিনেত্রীর সোশাল মিডিয়ায় উঁকি দিতেই দেখা গেল নিন্দুকদের উদ্দেশে বিদ্রুপ ভরা পোস্ট। স্বস্তিকার প্রশ্ন, “আজ আর কোনও তথ্য পাওয়া গেল আমার ব্যাপারে? গত এক মাসে এত কিছু জানলাম, নতুনভাবে চিনছি নিজেকে। মানুষ এত কিছু জানে আমার ব্যাপারে যা আমিই জানি না। পুরোনো তথ্য নব প্যাকেজে পাওয়া গেলেও চলবে। কেউ জানলে বা খবর পেলে একটু শেয়ার করবেন। খুব অস্থির লাগছে, একটাও গালাগাল নেই, সমালোচনা নেই, কার্টুন নেই, মিম নেই, বয়কট পর্যন্ত নেই। অভ্যেসটা এমন খারাপ হয়ে গেছে এই কয়েক দিনে, মনে হচ্ছে আবার একা হয়ে গেলাম।”

Advertisement

Tekka Poster: Dev shares Swastika Mukherjee's look

আরেকটি পোস্টে তাঁর অতীত সম্পর্ক-প্রেম নিয়ে যাঁরা ট্রোল করা শুরু করেছেন, তাঁদেরকেও সপাট জবাব দিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়- “ওহ, আরেকটা কথা আগের পোস্টে লিখতে ভুলে গিয়েছি। আমি প্রেম করে কাজ পাওয়া থামাব না। ২৪ বছর ধরে শুধুমাত্র প্রেমের ওপর আমার গোটা কেরিয়ারটা দাঁড়িয়ে আছে। আগামী বছরগুলোও তাই থাকবে। এই সিদ্ধান্ত নিলাম। প্রেম দীর্ঘজীবী হোক।” সেই পোস্টেই সৃজিত মুখোপাধ্যায়কে ট্যাগ করে ‘টেক্কা’ ছবিতে তাঁকে কাস্ট করার জন্য ধন্যবাদ জানিয়ে অভিনেত্রী লিখলেন, “EX= প্রেম ধরে নিয়ে কষব।”

সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত পুজোর ছবি ‘টেক্কা’তে ‘ইরা’র ভূমিকায় অভিনয় করছেন স্বস্তিকা। তাঁকে যে এই ছবিতে দোর্দণ্ডপ্রতাপ চরিত্রে দেখা যাবে, সেই ইঙ্গিত মিলেছে টিজারে। ‘সাহেব বিবি গোলাম’ নিয়ে যে পুজোর বক্স অফিসে খেলা হবে, তা বেশ বোঝা যাচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement