সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার (Coronavirus) দ্বিতীয় ঢেউতে বিপর্যস্ত প্রায় গোটা দেশ। কেউ হারিয়েছেন তাঁর প্রিয়জনকে। আবার কেউ কর্মহারা। তার ফলে নেই অর্থের জোগান। অক্সিজেনের অভাবেও সমস্যায় পড়েছেন অনেকেই। বিপদের দিনে তাঁদের পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। কখনও নিজের রাজ্যে আবার কখনও রাজ্য এবং দেশের বাইরে সকলকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। করেছেন অক্সিজেন এবং হাসপাতালের বেডের ব্যবস্থা। তবে এবার এক সাহায্যপ্রার্থী মহিলার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনলেন স্বস্তিকা।
দেবযানী সরকার নামে এক মহিলার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনলেন তিনি। কীভাবে প্রতারণা করেছেন ওই মহিলা, তা ইনস্টাগ্রামে উল্লেখও করলেন অভিনেত্রী। স্বস্তিকা জানান, দেবযানী সম্প্রতি একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে জানিয়েছিলেন তাঁর মা করোনা আক্রান্ত। কেউ যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে মহিলা উপকৃত হবেন। একথা ভেবেছিলেন স্বস্তিকা। তাই দেবযানীর পোস্ট নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পিনড করে রেখেছিলেন। অনেকের থেকে এভাবে সাহায্যও পান দেবযানী। বর্তমানে স্বস্তিকা জানতে পারেন, মা সুস্থ হয়ে যাওয়ার পরেও আর্থিক সুবিধা নিয়ে যাচ্ছেন দেবযানী। ওই মহিলার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন অভিনেত্রী। যে সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে ওই অসাধু ব্যক্তিদের বাড়বাড়ন্ত তাদের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি।
View this post on Instagram
এছাড়াও আরেকভাবে প্রতারণার খোঁজ পেয়েছেন স্বস্তিকা। ভুয়ো রোগীর পরিচয় দিয়ে একদল অসাধু ব্যক্তি টাকা হাতিয়ে নিচ্ছেন বলেও অভিযোগ তাঁর।
View this post on Instagram
শুধু এ রাজ্যেই নয় ভুবনেশ্বরেরও এক প্রতারকের কথা ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী। “জানিনা কাকে সাহায্য করব” বলেই আক্ষেপও প্রকাশ করেছেন অভিনেত্রী।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.