Advertisement
Advertisement

Breaking News

Swastika Mukherjee

সপ্তাহ ঘুরতেই সিনেমা হল পাচ্ছে না ‘শ্রীমতী’, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিলেন স্বস্তিকা

প্রযোজক সংস্থা এভিএফকে একহাত নিলেন স্বস্তিকা।

Swastika Mukherjee facebook post goes viral | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:July 16, 2022 9:26 am
  • Updated:July 16, 2022 11:14 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা ছবির পাশে দাঁড়ান! করোনাকাল পেরিয়ে যখন ফের সিনেমা হল খুললে, তখন দেখা গেল, বাংলা ছবির বক্স অফিসে ভাটা! তার উপর বলিউড ও দক্ষিণী ছবির দাপটে বাংলা ছবি নিজের জায়গা করেই উঠতে পারছিল না। মাল্টিপ্লেক্স গুলোতে ক্রমশ কমে আসছিল বাংলা সিনেমার শো টাইম। ঠিক সেই সময়ই টলিউডে নতুন বিপ্লব। অভিনেতা থেকে প্রযোজক, পরিচালক সবাই সোশ্যাল মিডিয়ায় শুরু করলেন হ্যাশ ট্যাগ ‘বাংলা সিনেমার পাশে দাঁড়ান’। দর্শকদের কাছে নানাভাবে অনুরোধ, নানা পরিকল্পনা করে বাংলা সিনেমার সুদিন ফেরানোর চেষ্টা করলেন টলিউডের কলাকুশলীরা। কিন্তু সত্যিই কি এই বিপ্লব কাজে এল? এবার সোশ্যাল মিডিয়ায় সেই প্রশ্নই তুললেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ফেসবুকে লম্বা পোস্টে স্বস্তিকা প্রশ্ন করলেন, ‘বাংলা ছবি সাপোর্ট করুন কিন্তু কে কিভাবে করবে?’

গত সপ্তাহে মুক্তি পেয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) অভিনীত ছবি ‘শ্রীমতী’। সপ্তাহ ঘুরতেই সেই ছবি সিনেমা হলে শো টাইমে পিছিয়ে পড়েছে। এই ছবি যে শো টাইম পাচ্ছে, তা সবই দুপুরে।

Advertisement

[আরও পড়ুন: দার্জিলিংয়ের রেস্তরাঁয় বিয়ারে চুমুক মীরের, ‘এটাও চলে নাকি?’ প্রশ্ন নেটিজেনের]

 

স্বস্তিকা লিখলেন, ”বাংলা ছবি দেখুন, বাংলা ছবি সাপোর্ট করুন কিন্তু কে কিভাবে করবে ? ডিসট্রিবিউটার যে ছবি চালাতে চাইবে সেই ছবি চলবে, নতুন প্রোডিউসার হলে তাকে কোনরকম জায়গা দেওয়া হবে না, উঠতি ডিরেক্টর হলে তাকে পাত্তা দেওয়ার দরকার নেই। আর নারী কেন্দ্রীক ছবি হলে তো প্রথম থেকেই বাদ এর খাতায়। ভাল সেল হলেও, মানুষ উচ্ছসিত প্রশংসা করলেও, রিভিউ/ফিডব্যাক সব দারুণ হলেও তাতে কি ? হল দেওয়া হবেনা আর দেওয়া হলেও এমন শো টাইম দেওয়া হবে যাতে কেউ না যেতে পারে, সেল তলানি তে ঠ্যাকে এবং তৃতীয় সপ্তাহে ছবি উঠিয়ে দেওয়া যায়। শ্রীমতির কপালেও এটাই হল। 1st week এ ছিল ১৭ টা হল। 2nd week এ দেওয়া হল ৪ টে আর সমস্ত শো টাইম দুপুরে। কে যাবে দুপুর ১২-১ টার সময় সিনেমা দেখতে? কাল PVR Diamond Plaza তে বিকেল ৪.২০ শো তে ১০০ জনের ওপরে দশর্ক ছিলেন কিন্তু তাও আজকে থেকে একটাই শো দুপুরে। কোটি টাকা খরচ করে ছবি বানানো হয় কিন্তু তাকে দুটো week সময় দেওয়া হবে না।

স্বস্তিকা আরও লিখলেন, ” আমাদের distributor SVF তাদের নিজেদের প্রযোজিত ছবি এল আজ, তাই সব ভাল শো তাদের, এটাই তো হয়ে এসেছে, এটাই হবে। যাক, আপনারা আপিস কামাই করে আর মা-মাসি-দিদা রা সব কাজ ফেলে রেখে দুপুর বেলা শ্রীমতি দেখতে যাবেন না। পরের সপ্তাহে এমনিও উঠিয়ে দেবে ব্যাস বাংলা ছবি কে এইভাবেই বাংলা ছবির ডিসট্রিবিউটার রা সাপোর্ট করবে। শুধু মন দিয়ে অভিনয় করলে হবে ? ছবি চলতে দেবেনা তাই নিয়ে ও যুদ্ধ করতে হবে। করেও কিছু হবেনা। আপনাদের ভালবাসা মনে রাখব, আশীর্বাদ করুন যাতে আরো যুদ্ধ করার জোর পাই।”

[আরও পড়ুন: ললিত মোদির সঙ্গে প্রেম নিয়ে অবশেষে মুখ খুললেন সুস্মিতা, কী ‘সাফাই’ অভিনেত্রীর?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement