Advertisement
Advertisement

Breaking News

Subhashree Ganguly

গোলাপি ব্লাউজ, নীল শাড়িতে ‘ক্যান্টিন’ চালাচ্ছেন ‘বউদি’ শুভশ্রী! অভিনেত্রীর নতুন রূপে মুগ্ধ অনুরাগীরা

শুভশ্রীর সঙ্গে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়।

Subhashree Ganguly shares new look from her upcming Movie Boudi Canteen | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 27, 2022 7:43 pm
  • Updated:April 27, 2022 8:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) পরিচালিত সৌমিত্র চট্টোপাধ্যায়ের ডকু ফিচার ‘অভিযান’ প্রশংসা কুড়িয়েছে। আপাতত প্রশংসার জোয়ারে ভাসছেন পরিচালক। কিন্তু প্রশংসার জোয়ারেই তো ভাসলে চলবে না! তাই বেশি দেরি না করে, ফের নতুন ছবি তৈরির কাজে হাত দিলেন পরমব্রত। সঙ্গে শুভশ্রী (Subhashree Ganguly )। আর ছবির নাম ‘বৌদি ক্যান্টিন।’ এই ছবিরই লুক শেয়ার করলেন শুভশ্রী।

শুভশ্রী যে ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন, সেখানে তাঁকে দেখা গেল নীলচে, সবুজ তাঁতের শাড়িতে। গোলাপি হাতাকাটা ব্লাউজ। কেয়াতলার ‘অঞ্জলি বাটী’তে ঠিক এই সাজেই নতুন ছবির শুটিং সারলেন শুভশ্রী। এদিন শুটিংয়ে শুভশ্রীর সঙ্গে ছিলেন পরমব্রত, অরুণ মুখোপাধ্যায়, অনুসূয়া মজুমদার, ঋদ্ধিশ, পুষণ। শুটিংয়ের ফাঁকে সংবাদ মাধ্যমকে শুভশ্রী জানিয়েছেন, বাড়িতে খুব একটা রান্নাঘরে ঢুকতে হয় না। তবে শুটিং ফ্লোরে পরমের ইশারা খুন্তি নাড়াতে বাধ্য হচ্ছেন শুভশ্রী। এই ছবিতে শুভশ্রীর চরিত্রের নাম পৌলমী।

Advertisement

[আরও পড়ুন: ‘মন ফাগুনে’র সেটে শন-সৃজলার প্রেম! প্রেমিকার সঙ্গে দূরত্ব বেড়েছে? মুখ খুললেন রোহন]

পরমব্রতর আগামী ছবি ‘বউদি ক্যান্টিনে’র গল্পের বিষয়বস্তু বিখ্যাত শেফ, কলকাতার মেয়ে আসমা খানের জীবন নিয়ে। তিনি তাঁর হাতের গুণে মুগ্ধ করেছেন সকলকে। লন্ডনে একাধিক রেস্তরাঁও রয়েছে তাঁর। কীভাবে রান্নার মাধ্যমে একজন গৃহবধূ নিজের পরিচয় তৈরি করতে পারেন, সেই গল্প সাজিয়েছেন সোমাশ্রী ঘোষ এবং অরিত্র সেন। চিত্রনাট্যে অবশ্য কলম চালিয়েছেন খোদ পরমব্রতও। একজন মহিলা রান্নার মাধ্যমেও পুরুষের সমকক্ষ হয়ে উঠতে পারেন, ‘বউদি ক্যান্টিন’ সে বার্তা দেবে বলেই জানান ছবির পরিচালক।

ছবিতে শুভশ্রীকে দেখা যাবে আসমা খানের ভূমিকায়। তাঁর স্বামীর ভূমিকায় অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায়। ওই ছবিতে অভিনয় করবেন সোহমও। এছাড়া অনসূয়া মজুমদারকে শুভশ্রীর শাশুড়ির চরিত্রে দেখা যাবে। তবে সোহম কোন ভূমিকায় অভিনয় করবেন, তা এখনও জানা যায়নি।

[আরও পড়ুন: ১১ বছর পর সিনেমায় ফিরছেন অক্ষয় কুমার ঘরণি টুইঙ্কল খান্না! নায়ক কে? ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement