Advertisement
Advertisement
Sritama Dey

‘কাজ হারানোর ভয় পাই না’, বকেয়া না পেয়ে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে গর্জে উঠলেন শ্রীতমা

আর কী বললেন অভিনেত্রী?

Actress Sritama Dey reveals that she isnt getting her due remuneration from Production House | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:January 9, 2023 7:54 pm
  • Updated:January 9, 2023 8:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রযোজনা সংস্থা বকেয়া পারিশ্রমিক দেয়নি! বাধ্য হয়ে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় এমনই অভিযোগ তুললেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীতমা দে। ‘সাহেবের কাটলেট’ ও ‘মহিষাসুরমর্দ্দিনী’ ছবির অভিনেত্রী শ্রীতমা তাঁর ফেসবুকে লিখলেন, ‘দীর্ঘদিন হল শুট শেষ হওয়ার পরেও এখনও টাকা ক্লিয়ার করছে না একটি বড় প্রোডাকশন । তাদের কর্মচারীদের ফোন করলে ফোন তোলে না কেউ। বাধ্য হয়ে কর্ণধার এর স্ত্রী কে ফেসবুকে এ টেক্সট করি কিন্তু ম্যাম এখনও সময় পাননি হয়তো দেখার। এদিকে হাউজটির ব্যাক টু ব্যাক সিনেমা থিয়েটারে রিলিজ করছে। টাকা ক্লিয়ার না হওয়ার বা সেই বিষয়ে কোন আপডেট (কবে পাওয়া যেতে পারে ইত্যাদি) না থাকার কারন আমার জানা নেই। হয়তো পরের পোস্টে সবাইকে ট্যাগ করতে বাধ্য হব। আমার অনেক বন্ধুরা আমায় বারন করেছে কেরিয়ারের শুরুর দিক তোর এমন করিস না, তোকে তখন কাজ দেবে না। তাহলে জানিয়ে রাখি সত্যি কথা বলার জন্য কাজ হারাবার ভয় আমি পাই না।’

Advertisement

সংবাদমাধ্যমকে শ্রীতমা জানিয়েছেন, ‘‘গত বছর আগস্ট মাসে আমি ওই প্রযোজনা সংস্থার একটা ওয়েব সিরিজ়ে অভিনয় করি। অগ্রিম বাবদ প্রথম কিস্তির টাকা ছাড়া এখনও বকেয়া টাকা পাইনি। টাকা চাইতেই এখন ওরা আর কেউ আমার ফোন ধরছেন না। মেসেজের উত্তরও দিচ্ছেন না। অদ্ভুত আচরণ।’’

[আরও পড়ুন: অবশেষে নতুন নায়িকা খুঁজে পেলেন দেব, ‘বাঘাযতীন’ ছবির ‘ইন্দুবালা’ কে জানেন? ]

শ্রীতমা আরও জানান, ‘কলকাতার বাইরে থেকে এসেছি। নিজের সব খরচ আমাকেই চালাতে হয়। পারিশ্রমিক দেরিতে পেলে সমস্যা হয়। শ্রীতমার কথায়, শুধু আমি নয়, অনেকেরই পারিশ্রমিক বাকি রয়েছে।’

[আরও পড়ুন: বিতর্ককে পিছনে ফেলল ‘প্রজাপতি’, সিনেমার সমাবর্তনে সেরা মিঠুন-দেব জুটি ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement