Advertisement
Advertisement
Nirbhaya Trailer

সমাজের ‘লক্ষ্মী’রা কি প্রকৃত সম্মান পায়? প্রশ্ন নিয়ে আসছে শ্রীলেখা, প্রিয়াঙ্কা, গৌরবের ‘নির্ভয়া’

ট্রেলারেই চমক দিল পরিচালক অংশুমান প্রত্যুষের এই ছবি।

Actress Sreelekha Mitra Shares her upcoming movie Nirbhaya Trailer | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 1, 2021 12:28 pm
  • Updated:November 1, 2021 2:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লক্ষ্মীপুজোর দিনই অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) তাঁর ইনস্টাগ্রামে সমাজের লক্ষ্মীদের নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ধষর্ণের পর নির্যাতিতার পাশে দাঁড়ানো নিয়ে সমাজ কতটা ভাবে, তা নিয়ে সওয়াল তুলেছিলেন অভিনেত্রী। আর এইভাবেই ইঙ্গিত দিয়েছিলেন তাঁর নতুন ছবি ‘নির্ভয়া’র। যার পরিচালক অংশুমান প্রত্যুষ। সোমবার সেই ছবিরই ট্রেলার মুক্তি পেল। যেখানে উঠে এল এক অন্য ‘নির্ভয়া’র (Nirbhaya) গল্প। যে মাত্র ১৩ বছর বয়সে নির্যাতনের শিকার। আদালতের কাঠগড়ার দাঁড়িয়ে বার বার মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। সে অন্তঃসত্ত্বা! কোর্ট রুমে দাঁড়িয়ে  তাঁকে প্রমাণ দিতে হচ্ছে, সে কতটা পরিমাণ নির্যাতনের শিকার। নিজের মতো করে বাঁচার জন্য় তাঁকে প্রত্যেক মুহূর্তে লড়তে হচ্ছে। 

সংবাদ প্রতিদিন ডিজিটালকে এক সাক্ষাৎকারে পরিচালক অংশুমান প্রত্য়ুষ জানিয়েছিলেন, ‘ সত্যি কথা বলতে কী, কেবল সিনেমা হিসেবে আমি এই ছবিকে দেখছি না, সিনেমাটি একটা মুভমেন্টের দিকে এগিয়ে যাবে বলেই আশা রাখি। কারণ, এই ছবি সমাজের এমন এক ইস্যুর দিকে আঙুল তোলে, যা নিয়ে খুব একটা আলোচনা হয় না। দেশে একটা ধর্ষণের ঘটনা ঘটল, গোটা দেশে প্রতিবাদ শুরু হয়। ধিক্কার মিছিল বের হয়। দোষীদের শাস্তির দাবীতে সবাই এগিয়ে আসে। কিন্তু নির্যাতিতাদের পাশে দাঁড়ায় ক’জন? নির্যাতিতাদের জন্য কি কোনও আইন আছে? তাঁরা যে মানসিক অবক্ষয়ের মধ্য়ে দিয়ে যায়, তার খবর কেউ রাখে? আমাদের এই ছবি সেই প্রশ্নগুলোই তুলবে।’

Advertisement

[আরও পড়ুন: এভাবেও ভুল করে সিঁদুর পরানো যায়! হিন্দি সিরিয়ালের দৃশ্য দেখে হেসে খুন নেটিজেনরা]

পরিচালক আরও জানিয়ে ছিলেন, ‘আমাদের এই ছবির উদ্দেশ্যই হল সমাজকে সচেতন করা। আমরা বক্স অফিসের সাফল্য নিয়ে খুব একটা ভাবছি না। বরং নির্ভয়া ছবি যদি নতুন কোনও আন্দোলনের জন্ম দিতে পারে, সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি।’

পরিচালকের কথা গুলোই ধার দিল ছবির ট্রেলারে। শ্রীলেখা মিত্র ছাড়াও এই ছবিতে রয়েছেন প্রিয়াঙ্কা সরকার, গৌরব চক্রবর্তী ও শান্তিলাল মুখোপাধ্য়ায়। এই ছবি থেকেই সিনেমায় পা রাখছেন হিয়া দে। টেলিভিশনের পর্দায় কখনও ‘পটলকুমার গানওয়ালা’, কখনও ‘আলো ছায়া’, কখনও ‘ফেলনা’ ধারাবাহিকে তাঁর অভিনয় দেখেছেন দর্শক। এবার বড় পর্দায় দেখা যাবে তাঁকে।

[আরও পড়ুন: হ্যালোইন স্পেশ্যাল সাজে সামনে এল বিরুষ্কার মেয়ে ভামিকা, সঙ্গী রোহিতকন্যা সামাইরা]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement