Advertisement
Advertisement

Breaking News

Sreelekha Mitra

পরকীয়ায় মজলেন শ্রীলেখা! ‘১২ সেকেন্ড’ পরই কী পরিণতি হল সম্পর্কের?

ব্যাপারটা কী?

Actress Sreelekha Mitra and Shilajit performed in a short film । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:November 9, 2020 11:51 am
  • Updated:November 9, 2020 10:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরকীয়ায় মজেছেন শ্রীলেখা! তা জেনেও ফেললেন স্বামী! তবে মাত্র ‘১২ সেকেন্ড’-এর মধ্যেই সম্পর্কের রসায়নে বদল। স্বামীর কাছেই ফিরে এলেন তিনি। আচমকা এসব কিছুই বুঝতে পারছেন না তাই তো? এ বিষয়ে আপনার খোলসা করে জানতে ইচ্ছা করছে নিশ্চয়ই? চলুন তবে তারই ব্যাখ্যা দেওয়া যাক আপনাকে।

কথা হচ্ছে পরিচালক অংশুমান বন্দ্যোপাধ্যায়ের শর্ট ফিল্ম ‘১২ সেকেন্ড’ নিয়ে। যেখানে আবারও শ্রীলেখা (Sreelekha Mitra) ও শিলাজিৎকে জুটি বাঁধতে দেখা গিয়েছে। ওই শর্টফিল্মের প্রেক্ষাপটই একটি স্বপ্ন। সামান্য সময়ের মধ্যে শিলাজিৎ জানতে পারেন তাঁর স্ত্রী সৃজিতার মন মজেছে পরকীয়ায়। তিনি অন্য পুরুষে আসক্ত। স্ত্রী সৃজিতার চরিত্রেই দেখা গিয়েছে শ্রীলেখাকে। ছেলে আবার মাদকাসক্ত। কোকেন ছাড়া তার চলে না। মেয়ে একটি সম্পর্কে জড়িয়েছে। তার ভালবাসার মানুষের সঙ্গে বয়সের ব্যবধান অনেক। পাশাপাশি মেয়ের মনের মানুষ আবার বিবাহিত। সব মিলিয়ে যেন জীবনে ‘ঝড়’ বয়ে যায় শিলাজিতের। তবে সেই ‘ঝড়’ তছনছ করতে পারেনি কিছুই। কারণ, যা ঘটেছে তা পুরোটাই স্বপ্ন ছিল। লকডাউনে মানুষ তাঁর জীবনের সমস্ত দিক খুব ভালভাবে বুঝতে পেরেছে তাই এই স্বল্পদৈর্ঘ্যের ছবি করার সিদ্ধান্ত বলেই জানান অংশুমান।

Advertisement

[আরও পড়ুন: ৩-৪ দিনে হয়নি উন্নতি, এখনও চূড়ান্ত নয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্লাজমাফেরেসিসের সিদ্ধান্ত]

কেন এই শর্ট ফিল্মে অভিনয়ের কথা ভাবলেন শ্রীলেখা? তার অবশ্য একগুচ্ছ কারণ রয়েছে বলেই মত অভিনেত্রীর। একে তো শিলাজিতের সঙ্গে ফের জুটি বাঁধার সুযোগ। তার উপর আবার বেশ ভাল গল্প। এছাড়াও বরাবরই মনস্তত্ত্ব বড়ই প্রিয় অভিনেত্রীর। ‘১২ সেকেন্ড’-এর চরিত্রে অনেক শেডও রয়েছে। তাই এই ছবিতে অভিনয়ের সুযোগ হাতছাড়া করেননি শ্রীলেখা। ছবির চিত্রনাট্য লিখেছেন সুপর্ণা ঘোষ মিত্র। গানের দায়িত্বে রয়েছেন রুদ্র সরকার। যা সকলের মন ছোঁবে।

[আরও পড়ুন: প্রথমবার ওয়েব সিরিজে জুটি বাঁধছেন সোহম-শ্রাবন্তী, দর্শকদের উপহার দেবেন থ্রিলার লাভস্টোরি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement