Advertisement
Advertisement

Breaking News

Srabanti Chatterjee

কালিম্পংয়ে পৌঁছে হাঙ্গামা শুরু করে দিলেন শ্রাবন্তী! জানেন নায়িকার সঙ্গী কারা?

শ্রাবন্তীর ভিডিও দেখে হতবাক অনুরাগীরা।

Srabanti Chatterjee's new video goes viral | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 14, 2022 4:44 pm
  • Updated:November 14, 2022 4:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রাবন্তী যেখানে হাঙ্গামা সেখানে তো হবেই। এক জায়গায় কি আর চুপচাপ বসে থাকতে পারেন নায়িকা! পারলেনও না, তাই তো কালিম্পংয়ে পৌঁছে হুট করে শুরু করে দিলেন নতুন হাঙ্গামা। তবে তিনি একা নন, শ্রাবন্তীর সঙ্গে রয়েছেন বনি সেনগুপ্ত, কৌশানী মুখোপাধ্যায় এবং ওম। আর সেই হাঙ্গামার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন শ্রাবন্তী (Srabanti Chatterjee)।

একটু খোলসা করে বলা যাক বরং। পরিচালক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় তৈরি করতে চলেছেন নতুন ছবি ‘হাঙ্গামা ডট কম’। যে ছবির গল্পে ফুটে উঠবে দুই জোড়া ভাইবোন সম্রাট-অর্চনা, অভিমন্যু-পূজার প্রেম। ছবিতে জুটি বাঁধছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ওম সাহানি, বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়। ছবিতে দেখা যাবে রজতাভ দত্ত ও খরাজ মুখোপাধ্যায়কেও।

Advertisement

[আরও পড়ুন: ‘খেলা যখন’ সত্যি-মিথ্যের, মিমি-অর্জুন কি পারবেন বাজিমাত করতে? দেখুন ট্রেলার]

সম্প্রতি হয়ে গেল এই ছবির মহরৎ। সামনে এসেছে ছবির প্রথম পোস্টারও। ছবির নাম শুনে এবং পোস্টার দেখে বোঝাই যাচ্ছে, এই ছবি হতে চলেছে একেবারেই কমেডি ঘরানার। তা কীরকম গল্প বলবে ‘হাঙ্গামা ডট কম’?

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Koushani (@myself_koushani)

পরিচালক কৃষ্ণেন্দুর কথায়, ”কমেডি গল্প লিখতেই বেশি পছন্দ করি। তুমুল ব্যস্ততার যুগে একটু হাসির গল্প সব সময়ই দর্শকের মনে এক জায়গা করে নেয়। এ ক্ষেত্রেও আশা রাখব, দর্শকের ভাল লাগবে এই ছবির গল্প।” এর আগে কৃষ্ণেন্দুর পরিচালনা করেছেন ‘ক খ গ ঘ’ নামের একটি ছবি।

২৮ অক্টোবর থেকেই শুরু হয়ে যাবে ‘হাঙ্গামা ডট কম’ ছবির শুটিং। প্রথম শুটিং উত্তর কলকাতার নানা অংশে হলেও, আপাতত কালিম্পংয়ে চলছে এই ছবির শুটিং। ছবির শুটিংয়ের ফাঁকেই ইনস্টাগ্রামে ভিডিও করছেন শ্রাবন্তী। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Srabanti ❤️ (@srabanti.smile)

শুধু সিনেমায় নয়, বনি ও কৌশানী জুটি রিয়েল লাইফেও সমান জনপ্রিয়। অন্যদিকে, ‘ভয় পেও না’ ছবির পর ফের ওমের সঙ্গে জুটি বাঁধছেন শ্রাবন্তী। সিনেমার পর্দায় যে এই জুটি প্রেম ছড়িয়ে দেবেন , তা পোস্টার দেখেই বোঝা যাচ্ছে। ‘এস এস থ্রি এন্টারটেনমেন্ট’ প্রযোজিত এই ছবি মুক্তি পাবে সম্ভবত ২০২৩ সালের ফেব্রুয়ারি বা মার্চ মাসে।

[আরও পড়ুন: স্যান্ডি সাহার নয়া কাণ্ড, এবার বিয়ে করলেন রানু মণ্ডলকে, ছবি দেখে কী বললেন নেটিজেনরা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement