Advertisement
Advertisement
Actress Srabanti Chatterjee

জীবনে এল ‘দ্বিতীয় সন্তান’, বিবাহবিচ্ছেদের জল্পনার মাঝে নিজেই সেকথা জানালেন শ্রাবন্তী

সোশ্যাল মিডিয়ায় 'দ্বিতীয় সন্তানে'র কথা উল্লেখ করেন তিনি।

Actress Srabanti Chatterjee posted some new photos in social media । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:November 9, 2020 2:53 pm
  • Updated:November 9, 2020 4:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমে রাজীব, তারপর কিষাণ আর বর্তমানে রোশন সব মিলিয়ে এখনও পর্যন্ত তিনজনের সঙ্গে ঘর বাঁধা হয়ে গিয়েছে তাঁর। তাই শ্রাবন্তীর বিয়ে নিয়ে বিনোদুনিয়ায় আলোচনা চলতেই থাকে। তবে বর্তমানে শোনা যাচ্ছে তৃতীয় স্বামীর সঙ্গেও নাকি বিচ্ছেদের সুর বেশ জোরাল। একসঙ্গে থাকছেনও না দু’জনে। কানাঘুষো সেকথাই বলতে শোনা গিয়েছে রোশনকে। তবে দাম্পত্য সম্পর্কের ঘাত প্রতিঘাত নিয়ে মুখে কুলুপ এঁটেছেন টলি অভিনেত্রী। তারই মাঝে তাঁর সন্তান ঝিনুকের চমকের পোস্ট সুপার ভাইরাল হয়ে গিয়েছে। শ্রাবন্তীর জীবনের নয়া ইনিংসের কথাও এখন অজানা নেই কারও। এবার নিজের ‘দ্বিতীয় সন্তানে’র কথা ঘোষণা করলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট নিয়ে চলছে জোর আলোচনা। 

রবিবারই ইনস্টাগ্রামে সবুজ রঙের গাউন পরা বেশ কয়েকটি ছবি পোস্ট করেন শ্রাবন্তী (Srabanti Chatterjee)। ওই পোস্টের ক্যাপশনে নিজের ‘দ্বিতীয় সন্তানে’র কথা লেখেন তিনি। ব্যস! নিশ্চয়ই ভাবতে চলেছেন ঝিনুকের পর এবার সত্যিই দ্বিতীয় সন্তান হয়েছে কিংবা হবে অভিনেত্রীর। আরে বাবা তেমন ভাবার কোনও কারণ নেই। কারণ, ‘দ্বিতীয় সন্তান’ বলতে ওই ছবির ক্যাপশনের মাধ্যমে নিজের জিমের কথা বলেছেন তিনি। উল্লেখ্য, রবিবার থেকে ‘নিউ এম্পায়ার’ নামে একটি জিমের মালকিন শ্রাবন্তী। নিজের নয়া ব্যবসার জন্য সকলকে শুভকামনা করার কথা ওই পোস্টে উল্লেখও করেছেন অভিনেত্রী। 

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Today will always be special to me! The first time I started something of my own. Fitness Empire is my second baby and will always be close to my heart. Need your best wishes in this new journey as an entrepreneur!!

A post shared by Srabanti singh (@srabanti.smile) on

[আরও পড়ুন: অভিনেতা অর্জুন রামপালের বাড়িতে তল্লাশি NCB’র, গ্রেপ্তার অভিনেতার গাড়িচালক]

শোনা যাচ্ছে, রোশন আর শ্রাবন্তী একসঙ্গেই নাকি জিম খোলার স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন বর্তমানে পূরণ হয়েছে। কারণ, রবিবার থেকেই পথচলা শুরু করেছে শ্রাবন্তীর জিম ‘নিউ এম্পায়ার’। কিন্তু আজ দু’জনের দু’টি পথ সম্ভবত আর এক নয়। কমপক্ষে সোশ্যাল মিডিয়ায় সে প্রমাণ মিলেছে। অভিনেত্রীর ইনস্টাগ্রামে আর রোশনের দেখা পাওয়া যাচ্ছে না। এদিকে, সোশ্যাল মিডিয়ায় তাঁর জীবনের আপডেট দিলেও বিবাহবিচ্ছেদ নিয়ে নিশ্চুপ তিনি।  

[আরও পড়ুন: পরকীয়ায় মজলেন শ্রীলেখা! ‘১২ সেকেন্ড’ পরই কী পরিণতি হল সম্পর্কের?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement