Advertisement
Advertisement

Breaking News

শ্রাবন্তী চট্টোপাধ্যায়

অনুরাগীদের সুখবর শোনালেন নববিবাহিত শ্রাবন্তী, ব্যাপারটা কী?

মাত্র তিনমাস আগেই বিয়ে করেছেন টলিপাড়ার অভিনেত্রী৷

Actress Srabanti Chatterjee gives a good news for her followers
Published by: Sayani Sen
  • Posted:August 20, 2019 7:48 pm
  • Updated:August 20, 2019 7:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোশনের সঙ্গে মিষ্টিমধুর দাম্পত্য সম্পর্কের মাত্র কয়েকটা মাস কেটেছে৷ এখনও সম্পর্কের উষ্ণতা প্রথম দিনের মতোই৷ তারই মাঝে অনুরাগীদের সুখবর শোনালেন শ্রাবন্তী৷ বেজায় খুশি সিনেপ্রেমীরা৷

[আরও পড়ুন: এবার বাংলা ছবিতে সানি লিওন! কার সঙ্গে দেখা যাবে অভিনেত্রীকে?]

দ্বিতীয় স্বামী কৃষ্ণণ ভিরাজের সঙ্গে বিচ্ছেদ হয়েছে সবেমাত্রই৷ টলিপাড়ার অন্দরে কান পাতলেই তখন তাঁর তিক্ত সম্পর্ক নিয়ে চলছে কানাঘুষো৷ একে মনের মানুষের সঙ্গে টানাপোড়েন তার উপর আবার বাঁকা কথা, দু’য়ে মিলে জীবনটাই যেন দুর্বিষহ হয়ে গিয়েছিল শ্রাবন্তীর৷ দমবন্ধ করা পরিস্থিতিতে অভিনেত্রীর জীবনে অক্সিজেনের মতো কাজ করেছেন রোশন সিং৷ যে মানুষ বিপদের দিনে এভাবে এগিয়ে এলেন, তাঁর সঙ্গে যে ঘনিষ্ঠতা তৈরি হবে তা আর নতুন কী? হলও তাই৷ বেশ কয়েকবছর আগে জামাইবাবুর মাধ্যমেই রোশনের সঙ্গে যোগাযোগ হয় সুন্দরীর। ধীরে ধীরে রোশনের প্রেমে পড়ে গেলেন শ্রাবন্তী৷ কয়েকমাস আগে অমৃতসরে এক্কেবারে চুপিসারে রোশন সিংয়ের সঙ্গে বিয়ে সেরেছেন তিনি৷

Advertisement

‘চ্যাম্পিয়ন’ দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন শ্রাবন্তী৷ কখনও জিৎ, কখনও দেবের বিপরীতে একের পর এক সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন টলিউডের হার্টথ্রব৷ তিনি আবার কবে রূপোলি পর্দায় ফিরবেন, তা নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই৷ অনেকের মনেই প্রশ্ন জেগেছিল বিয়ে করে তবে কি রূপোলি পর্দা ভুলে গিয়েছেন অভিনেত্রী? তবে এ প্রশ্নের উত্তর কিন্তু মোটেও অনুরাগীদের হতাশ করার মতো নয়৷ কারণ সুগৃহিণীর মতো একদিকে যেমন চুটিয়ে সংসার করছেন শ্রাবন্তী, তেমনই আবার ছবিতে কাজও করবেন তিনি।

[আরও পড়ুন: হিন্দু ও ভগবানকে ‘অপমান’, সেক্রেড গেমস ২-এর একাধিক দৃশ্য নিয়ে আপত্তি সাংসদের]

শোনা যাচ্ছে, ‘বিক্ষোভ’ নামে এক ছবিতে অভিনয় করবেন তিনি৷ ছবিটি পরিচালনা করছেন শামিম আহমেদ রনী। ঢাকার রাজপথে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে তৈরি হচ্ছে এই ছবি৷ বাংলাদেশি পরিচালকের এই ছবিতে অভিনয়ের জন্য নাকি চুক্তিতে সই করে দিয়েছেন অভিনেত্রী৷ আগামী ১ সেপ্টেম্বর থেকে ঢাকায় ছবির শুটিং শুরু হবে। তবে, শ্রাবন্তীর বিপরীতে কাকে দেখা যাবে, তা এখনও জানা যায়নি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement