Advertisement
Advertisement
Sonam Kapoor

ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের বাড়িতে নিমন্ত্রণ, ভারতীয় প্রতিনিধি হয়ে যাচ্ছেন সোনম কাপুর

স্বামী আনন্দ আহুজার সঙ্গে ইদানিং লন্ডনেই রয়েছেন সোনম।

Actress Sonam Kapoor invited to UK-India week reception at 10 Downing Street| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:June 28, 2023 2:44 pm
  • Updated:June 28, 2023 2:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজা চালর্সের রাজ্য়াভিষেকের অনুষ্ঠানে নিমন্ত্রণ পেয়েছিলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। বিশ্বের নামী তারকাদের মাঝে জায়গা করে নিয়েছিলেন ভারতকন্যা। আর এবার সোজা ব্রিটেনের প্রধানমন্ত্রী বাসভবনে যাওয়ার আমন্ত্রণ এ সোনমের হাতে। ১০ ডাউনিং স্ট্রিটে ঋষি সুনকের বাসভবনে অনুষ্ঠীত হওয়া ‘ইন্ডিয়া-ইউকে’তে যাওয়ার জন্য ডাক পেলেন সোনম।

বলিউডে পর্দায় সেভাবে দেখা যায় না সোনমকে। তবে ওটিটিতে ‘একে ভার্সেস একে’ তে শেষ দেখা গিয়েছিল তাঁকে। তবে সম্প্রতি মুক্তি পেয়েছে সোনমের নতুন ছবি ‘ব্লাইন্ডে’র ট্রেলার।

Advertisement

খবর অনুযায়ী, ২৬ থেকে ৩০ জুন পর্যন্ত চলবে ইন্ডিয়া গ্লোবাল ফোরাম ফ্ল্যাগশিপ ইভেন্টে। ওই অনুষ্ঠানে বিশ্বে ভারতীয় সংস্কৃতির প্রভাব, সম্পর্কিত বিষয়ে মত প্রকাশ করবেন অভিনেত্রী।

[আরও পড়ুন: ‘এ কীরে!’, অরিজিতের ‘পাসুরি’ রিমেক নিয়ে প্রবল বিরক্তি প্রকাশ শোয়েব আখতারের]

২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম কাপুর। মুম্বইয়ে বসেছিল সোনমের বিয়ের আসর। তারপর থেকে বেশিরভাগ সময় লন্ডনেই স্বামী আনন্দের সঙ্গে থাকতেন সোনম।

গত বছর ২০ আগস্ট সোনম জন্ম দিয়েছেন ফুটফুটে পুত্র সন্তানের। ছেলে হওয়ার সুখবর সোনম শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। এই পোস্টে সোনম লিখেছেন, ” ২০ আগস্ট আমাদের জীবনের সঙ্গে যুক্ত হল নতুন সদস্য। জন্ম নিল আমার পুত্র সন্তান। ডাক্তার, নার্স, পরিবারের লোকজন এই সময়ে যাঁরা আমার পাশে ছিলেন সবাইকে ধন্যবাদ। জানি এবার আমাদের জীবনটা অনেক বদলে যাবে।”

আরও পড়ুন: গ্ল্যামারের হাতছানি উপেক্ষা করে সেনায় যোগ দিয়েছে মেয়ে, গর্বিত রবি কিষেণ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement