Advertisement
Advertisement

Breaking News

Actress Shraddha Kapoor and celebrity photographer Rohan Shrestha have parted ways

ফটোগ্রাফার প্রেমিকের সঙ্গে ৪ বছরের সম্পর্ক শেষ! মন ভাঙল শ্রদ্ধা কাপুরের

বিচ্ছেদের বিষয়েও প্রকাশ্যে মুখ খোলেননি শ্রদ্ধা কিংবা রোহন কেউই।

Actress Shraddha Kapoor and celebrity photographer Rohan Shrestha have parted ways । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:March 25, 2022 9:57 am
  • Updated:March 25, 2022 9:57 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ে পর্যন্ত গড়াল না সম্পর্ক। তার আগেই নাকি মন ভাঙল শ্রদ্ধা কাপুরের (Shraddha Kapoor)। বি টাউনে কান পাতলে শোনা যাচ্ছে এমনই গুঞ্জন। শোনা যাচ্ছে, বিখ্যাত ফটোগ্রাফার রোহন শ্রেষ্ঠার সঙ্গে সম্পর্ক তলানিতে ঢেকেছে তাঁর। যদিও এ বিষয়ে শ্রদ্ধা কিংবা রোহনের থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শোনা যায়, বছর চারেক আগে শ্রদ্ধা এবং রোহনের (Rohan Shrestha) মন দেওয়া নেওয়া হয়েছিল। প্রকাশ্যে কেউ স্বীকার করেননি ঠিকই। তবে একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছে দু’জনকে। কখনও ডিনার ডেট আবার কখনও ফ্যামিলি গেট টুগেদারে পাপ্পারাৎজির নজর কেড়েছেন অভিনেত্রী এবং তারকা চিত্রগ্রাহক।

Advertisement

[আরও পড়ুন: করোনা আতঙ্কে চিনের ফাঁকা রেস্তরাঁয় তিনদিন ধরে আটকে যুগল, চলল উদ্দাম যৌনতা! ভিডিও ভাইরাল]

তবে চলতি বছরের শুরুটা তাঁদের দু’জনের জন্য নাকি কোনও সুখবর নিয়ে আসেনি। পরিবর্তে সম্পর্ক ঠেকেছে তলানিতে। জানুয়ারি থেকেই নাকি অশান্তি লেগেই ছিল। মাসখানেক ঝগড়াঝাটির পর সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন দু’জনে। প্রেমের মাস ফেব্রুয়ারিতেই নাকি বিচ্ছেদ আসে শক্তিকন্যা শ্রদ্ধা কাপুরের জীবনে। সে সময় থেকেই রোহনের হাত ছেড়েছেন তিনি।

মার্চের শুরুতেই জন্মদিন ছিল শ্রদ্ধার। গোয়ায় বন্ধুবান্ধবদের সঙ্গে জন্মদিন পালন করেন অভিনেত্রী। তবে সেই সময় গোয়ায় দেখা যায়নি রোহনকে। তাই বিচ্ছেদের জল্পনা আরও জোরাল হয়েছে। প্রেমের মতো বিচ্ছেদের বিষয়েও প্রকাশ্যে মুখ খোলেননি শ্রদ্ধা কিংবা রোহন কেউই। কানাঘুষোর মাঝে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে জল্পনা আরও বাড়িয়েছেন শ্রদ্ধা। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “অর শুনাও???” এরপর বেগুনি রংয়ের একটি হার্ট ইমোজিও দিয়েছেন। এই ছবিটিও স্বাভাবিকভাবেই নেটিজেনদের চোখে পড়েছে। সিদ্ধান্ত কাপুর তাঁকে মিস করছেন বলেই ছবিতে মন্তব্য করেছেন। নেটিজেনরা ছবিটির প্রশংসায় পঞ্চমুখ।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shraddha ✶ (@shraddhakapoor)

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই পুলিশি অভিযান, সালানপুরে বেআইনি কারখানায় উদ্ধার অস্ত্র, মেশিন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement