Advertisement
Advertisement

Breaking News

Actress Sharon Stone first gasps to see Shah Rukh Khan sits next to her

Shah Rukh Khan: শাহরুখ ম্যাজিক! পাশের আসনে বাদশাহকে দেখে উচ্ছ্বসিত হলিউড অভিনেত্রী

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও।

Actress Sharon Stone first gasps to see Shah Rukh Khan sits next to her । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:December 4, 2022 2:12 pm
  • Updated:December 4, 2022 2:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি এমনই। তাঁর হাসি, চাউনিতে মুগ্ধ দুনিয়া। মুম্বই হোক কিংবা সৌদি আরব সর্বত্র শাহরুখের জাদুই যেন অন্যরকম। তেমনই বলিউড বাদশাহকে নিজের পাশের আসনে দেখে মুগ্ধ হলিউড সুপারস্টার শ্যারন স্টোন।

সৌদি আরবে রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল চলছিল। ওই চলচ্চিত্র উৎসবে যোগ দেন বলিউডে একঝাঁক তারকা। শাহরুখ খান, কাজল, প্রিয়াঙ্কা চোপড়া ছিলেন সকলেই। আলো আঁধারি অনুষ্ঠান কক্ষে দর্শকাসনে বসেছিলেন বলিউড বাদশাহ। তাঁকে প্রথমে খেয়াল করেননি কেউই। তবে সঞ্চালকের নজর এড়ায়নি। তিনি আচমকাই শাহরুখকে অভ্যর্থনা জানাতে জানাতে এগিয়ে যান। আসন ছেড়ে উঠে দাঁড়ান শাহরুখ। হেসে মাথা নিচু করেন।

Advertisement

[আরও পড়ুন: ‘সত্যিই হিংসাত্মক’, ‘দ্য কাশ্মীর ফাইলস’ বিতর্কে ইজরায়েলি পরিচালকের পাশে IFFI’র ৩ জুরি]

সেই সময় একই সারিতে বসেছিলেন ‘বেসিক ইনস্টিংট’ নায়িকা শ্যারন স্টোন। শাহরুখকে দেখে অবাক হয়ে যান তিনি। তাঁর উচ্ছ্বাস ছিল দেখার মতো। নিজের বুকে হাত রেখে শাহরুখের দিকে হাঁ করে তাকান। হাততালি দিতে দিতে বলেন, “ওহ মাই গড”। এরপর শ্যারনের কাছে যান শাহরুখ। গালে চুমু দিয়ে পাশে বসেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শ্যারনের মুগ্ধ হয়ে ওঠার ভিডিও। শাহরুখের অনুরাগীদের উচ্ছ্বাস শ্যারনের তুলনায় কম কিছু নয়। একই জায়গায় নিজের প্রিয় মানুষকে দেখলে এমন প্রতিক্রিয়া হওয়াই সম্ভব বলেই মত তাঁদের।

[আরও পড়ুন: সিঁথিতে সিঁদুর পরে আইবুড়ো ভাত! ‘গোধূলি আলাপ’-এর রোহিণীকে নিয়ে জোর চর্চা নেটদুনিয়ায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement